বন্ধু ভাজ্জির জাদু দেখে স্থির থাকতে পারলেন না যুবরাজ। —ফাইল চিত্র।
চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুঃস্বপ্ন চলছেই। চমকে দেওয়ার মতো টিম করেও প্রতি বছরই ব্যর্থ হয় আরসিবি।
এ বার বিরাট কোহালির দলকে নিয়ে আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা। কিন্তু, প্রথম ম্যাচেই সিএসকে মাটি ধরাল আরসিবিকে। যদিও সবে শুরু আইপিএল। দিল্লি এখনও বহু দূর। টুর্নামেন্ট যত গড়াবে রং ছড়াতেই পারে বেঙ্গালুরু।উদ্বোধনী ম্যাচে কোহালিদের ‘মৃত্যু পরোয়ানা’ নিয়ে চিপকে হাজির হন ‘বুড়ো সিংহ’ হরভজন।
অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি দ্বিতীয় ওভারেই বল করার জন্য ডেকে নেন ৩৮ বছরের ভাজ্জিকে। বিরাট কোহালি, মইন আলি এবং এবি ডিভিলিয়ার্সকে তুলে নিয়ে আরসিবির ব্যাটিং মেরুদণ্ডই ভেঙে দেন এক সময়ের ম্যাচ উইনার হরভজন।
আরও পড়ুন: বিশ্বকাপ পরে, আগে আইপিএল ইডেনে নামার আগে গর্জন কার্তিকের
গত বারের আইপিএলে ১৩টি ম্যাচ থেকে সাতটি উইকেট নিয়েছিলেন হরভজন। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। এ বারের আইপিএলে হরভজন ফিরলেন গর্জন করে।
তাঁর মায়াজাল দেখে স্থির থাকতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের যুবরাজ সিংহ। টুইট করে এক সময়ের জাতীয় দলের সতীর্থকে অভিনন্দন জানিয়েছেন যুবি। মনে করিয়ে দিয়েছেন সেই আপ্তবাক্য, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সিং ইজ কিং।‘
শুরুটা দামামা বাজিয়েই করলেন হরভজন। যুবিও কি আজ ঝলসে উঠবেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy