হুগলির চণ্ডীতলায় ফের সোনার দোকানে কেপমারি! এ বার ক্রেতা সেজে দোকানে ঢুকে দরদাম করতে করতে সোনার চেনের বান্ডিল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
দোকানদার জানান, সোনার চেনের বান্ডিল বার করে দেখানোর সময় পুরো বান্ডিল নিয়ে বাইকে চেপে চম্পট দেয় দুই দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চণ্ডীতলা থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
গত ২৫ অক্টোবর ভোরে চণ্ডীতলার বেগমপুরে সাটার কেটে পর পর দু’টি সোনার দোকানে সোনার গয়না চুরি করে দুষ্কৃতীরা। এ বার চন্ডিতলার গড়লগাছা এলাকায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা।