জাতীয় সঙ্গীতের সময় ভারতীয় ক্রিকেটারেরা। ছবি: পিটিআই।
শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হয়েছে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়। ম্যাচের আগে প্রথা মতো জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল। কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত চলার মাঝে দু’বার থেমে গেল। এই ঘটনা ঘিরে আয়োজক দেশ হিসাবে লজ্জায় পড়েছে দক্ষিণ আফ্রিকা।
ভারতের জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা তাক করা হয়েছিল ক্রিকেটারদের দিকে। কিছু ক্ষণ চলার পরেই তা থেমে যায়। কয়েক সেকেন্ড পর তা চালু হয়। ক্রিকেটারেরা বিস্মিত হলেও আবার গাইতে শুরু করেন।
আবার কয়েক সেকেন্ড চলার পর থেমে যায় জাতীয় সঙ্গীত। এ বার সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যেরা অবাক হয়ে যান। হার্দিক, অক্ষর পটেলদের হাসতে দেখা যায়। তাঁরা হাততালি দিয়ে মাঠে থাকা ভারতীয় দর্শকদের গান গাইতে উৎসাহিত করেন। নিজেরাও গলা মেলান। তবে আগের মতো মনোযোগ দিতে পারেননি।
ক্রিকেটারেরা হালকা ভাবে নিলেও ক্ষুব্ধ সমর্থকেরা। সমাজমাধ্যমে তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন। বেশির ভাগেরই দাবি, ভারতের জাতীয় সঙ্গীতকে অশ্রদ্ধা করা হয়েছে। কেউ কেউ দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দেওয়ার দাবি তোলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার তরফে এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy