Advertisement
০৯ নভেম্বর ২০২৪
TMC Party Office

স্কুলের জমি ‘দখল’ করে পার্টি অফিস! ডোমকলে বিতর্ক, ‘সমস্যা হলে ভেঙে দেব’, দাবি শাসক তৃণমূলের

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য , স্কুলের পাঁচিলের বাইরে ফাঁকা জায়গা পড়েছিল। সেখানে জঞ্জাল ফেলতেন সাধারণ মানুষ। ফলে জায়গাটি নোংরা অবস্থায় পড়েছিল।

রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন সেটির উদ্বোধন করে গিয়েছিলেন।

রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন সেটির উদ্বোধন করে গিয়েছিলেন। —প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রানিনগর  শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২৩:৩৩
Share: Save:

স্কুলের মূল ফটকের পাশে ফাঁকা জমি। সেখানেই তৈরি হয়েছে ঝাঁ চকচকে পার্টি অফিস! যা নিয়ে বিতর্কে জড়াল শাসকদল তৃণমূল।

মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়িতে রাধাকান্তপুর এসএম মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের পাশে একটি জমিতে তৃণমূলের একটি পার্টি অফিস তৈরি হয়েছে। রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন সেটির উদ্বোধন করে গিয়েছিলেন।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য , স্কুলের পাঁচিলের বাইরে ফাঁকা জায়গা পড়েছিল। সেখানে জঞ্জাল ফেলতেন সাধারণ মানুষ। ফলে জায়গাটি নোংরা অবস্থায় পড়েছিল। তাই ওই জায়গাটি পরিষ্কার করে পার্টি অফিস তৈরি করা হয়েছে। এর জন্য কারও সমস্যা হলে পার্টি অফিস ভেঙে দেওয়া হবে বলেই জানান তৃণমূল নেতৃত্ব।

স্থানীয়দের একাংশের দাবি, স্কুলের জমি ‘দখল’ করে পার্টি অফিস তৈরি করা হয়েছে। পাল্টা সৌমিক বলেন, ‘‘জোর করে সেখানে পার্টি অফিস তৈরি হয়নি । স্কুলের সীমানা প্রাচীর যখন তৈরি হয়েছিল, বাইরে দিকে খানিকটা অংশ ফাঁকা থেকে যায়। স্থানীয়েরাই সেখানে দলীয় কার্যালয় তৈরির জন্য অনুমতি দিয়েছিলেন। তাই কার্যালয় তৈরি করা হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

TMC Party Office school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE