তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি। —নিজস্ব চিত্র।
আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য দলীয় কর্মীদের কানে কানে ‘টিপ্স’ দিয়েছেন তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি। শুক্রবার দলের বিজয়া সম্মিলনীতে বক্তৃতা করার সময় নিজেই সে কথা জানালেন স্বপন। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শাসকদলকে আক্রমণ করতে শুরু করেছে বিজেপি।
আবাস প্রকল্পে অনিয়মের অভিযোগে কয়েক দিন ধরেই সরগরম রাজ্য। সেই আবহে স্বপন বলেন, ‘‘আবাস নিয়ে অনেকের ক্ষোভ রয়েছে। যাঁরা তালিকা থেকে বঞ্চিত, তাঁদের কানে কানে বলেছি, কী করতে হবে। কী ভাবে তালিকায় নাম উঠবে, সেই টিপ্স দিয়েছি আমরা।’’
তবে আবাসের তালিকায় নাম তোলার কৌশল বিজেপির কাউকে দেবেন না বলেই জানান ওই তৃণমূল নেতা। তাঁর কথায়, ‘‘তবে বিজেপির বন্ধুদের বলব না। বিজেপির লোকেরা শুধু ঘুরঘুর করছে। বলছে, আবাস যোজনায় নাম কেন নেই? আপনারা ঘর পেতে দাদাকে ফোন করুন। আপনাদের কোনও টিপ্স দেব না।’’ অনেকের মতে, ‘দাদা’ বলতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই বুঝিয়েছেন তৃণমূল নেতা। জেলায় শুভেন্দুর বিজেপি কর্মীরা ‘দাদা’ বলেই সম্বোধন করে থাকেন।
তৃণমূল নেতার ওই মন্তব্যের পরেই সুর চড়িয়েছে বিজেপি। দলের কাঁথি সাংগঠনিক জেলার নেতা গৌরকিশোর মহান্তি বলেন, ‘‘তৃণমূল নেতার মন্তব্য ভয়ঙ্কর অগণতান্ত্রিক। এখানে বিরোধীরা আবাস থেকে বঞ্চিত হয়েছে। বিজয়া সম্মিলনীর মঞ্চে এসে বিজেপিকে হুমকি দিচ্ছেন! ওদের মানুষ বুঝিয়ে দেবে।’’
বিতর্কের মুখে স্বপন অবশ্য নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘কেন্দ্রের নিয়ম মানতে গিয়ে বহু মানুষের নাম বাদ গিয়েছে আবাসের তালিকা থেকে। এর দায়ভার বিজেপিকেই নিতে হবে। ভবিষ্যতে নাম বাদ না যায়, তারই পরামর্শ দিয়েছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy