ঈশান পোড়েল। ছবি: সিএবি।
বোলারদের সৌজন্যে রঞ্জি ট্রফিতে কর্নাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল বাংলা। সব ঠিকঠাক থাকলে তিন পয়েন্ট ঘরে আসতে চলেছে। শেষ দিনে বোলারেরা দাপট দেখাতে পারলে পুরো পয়েন্টও ঘরে তুলতে পারে তারা। চার উইকেট নিয়ে নজর কাড়লেন ঈশান পোড়েল।
প্রথম ইনিংসে ৩০১ তুলেছিল বাংলা। দ্বিতীয় দিনের শেষে কর্নাটককে লড়াইয়ে রেখেছিলেন অভিনব মনোহর (৫৫)। তৃতীয় দিনের শুরুতে তিনি আউট হতেই কর্নাটকের বাকি ইনিংস দ্রুত শেষ করে দেয় বাংলা। ২২১ রানে অল আউট হয়ে যায় কর্নাটক। ৮০ রানের লিড নেয় বাংলা। সূরজ সিন্ধু জয়সওয়াল (৩-৬৫) এবং ঋষভ বিবেকও (২-৪৬) ভাল বল করেছেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ১২৭/৩। সাজঘরে ফিরে গিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় (৪৮), শুভম দে (৩০) এবং অনুষ্টুপ মজুমদার (৫)। ক্রিজে সুদীপ ঘরামি (২৫) এবং শাহবাজ় আহমেদ (১২)। আপাতত ২০৭ রানে এগিয়ে বাংলা। চতুর্থ দিন লিড ৩৫০-র কাছাকাছি নিয়ে গিয়ে যদি দ্রুত কর্নাটককে আউট করে দেওয়া যায় তা হলে ছ’পয়েন্ট আসতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy