নজরে: বুমরা ম্যাচে খেলবেন কি না নিশ্চিত নয়। পিটিআই
আইপিএলের একটি বিজ্ঞাপনে যশপ্রীত বুমরাকে বলতে শোনা যায়, ‘‘বিশ্বের সেরা ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করাই তো এখনও হয়নি। এ বার আইপিএলে সেই সুযোগ পাব।’’
বিশ্বের সেরা ব্যাটসম্যান বলতে যে বিরাট কোহালি, তা সেই বিজ্ঞাপনেই নিশ্চিত করে দেন বুমরা, ‘‘চিকুভাই (বিরাটের ডাকনাম) আমি আসছি’’ বলে। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে সেই সুযোগ পাচ্ছেন বুমরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ঘরের মাঠে সেই উত্তেজক দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও বুমরাকে নিয়ে অনিশ্চয়তা কাটল না। বুধবার সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের এক কর্তা সাংবাদিকদের জানান, ‘‘বুমরা গত কালই অনুশীলন করেছে, বেশ কয়েকটা ক্যাচও নিয়েছে। চোট সারিয়ে অনেকটা সুস্থও হয়ে উঠেছে বলে মনে হচ্ছে।’’ কিন্তু এর পরে তাঁর বলা কথাগুলিই যেন চিন্নাস্বামীতে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ তৈরি করে দেয়। তিনি বলেন, ‘‘অনুশীলনের পরে বুমরার ফিটনেসের অবস্থা আর একবার পরীক্ষা করে দেখা হবে।’’ অর্থাৎ, ম্যাচের ঠিক আগে তাঁকে নিয়ে সিদ্ধান্ত।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চলতি আইপিএলের প্রথম ম্যাচে কাঁধে চোট পান ভারতীয় দলের প্রধান স্ট্রাইক বোলার। তবে মঙ্গলবার তাঁকে অনুশীলনে ফিরতে দেখে অনেকেই আশ্বস্ত হন। বুধবারও চিন্নাস্বামীর নেটে বল করেন তিনি। কিন্তু অস্বস্তিকে পড়তে দেখা যায়নি তাঁকে। দলের দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ও ওপেনার কুইন্টন ডি’কক অবশ্য আশার কথা শোনালেন। তিনি বলেন, ‘‘বুমরা বিশ্বের অন্যতম সেরা বোলার। আমার বিশ্বাস, ও কাল চোট সারিয়ে ফিরে আসবে। ওর মতো বিশ্বসেরা ডেথ বোলার দরকার আমাদের।’’
বৃহস্পতিবারই ঘরের মাঠে এ মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামছে বিরাট কোহালির আরসিবি। বিপক্ষে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলেই এক ঝাঁক তারকা। ফলে এই ম্যাচকে তারকাযুদ্ধ বললে বিন্দুমাত্র ভুল বলা হবে না। যদিও কোনও দলই তাদের প্রথম ম্যাচে জিততে পারেনি। তাই দুই দলই নিশ্চয়ই এই ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে উঠবে।
কোহালি, এ বি ডি’ভিলিয়ার্স ও শিমরন হেটমেয়ারের মতো আগ্রাসী ব্যাটসম্যান দলে থাকতেও প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৭০ রানে অল আউট হয়ে যায় আরসিবি। বৃহস্পতিবার ঘরের মাঠে নিশ্চয়ই তাঁরা তাঁদের আসল ফর্মে ফিরে আসতে মরিয়া হয়ে উঠবেন। তাই মুম্বইয়ের বোলারদের বড় পরীক্ষা দিতে হতে পারে এই ম্যাচে। ডি’কক এ দিন সাংবাদিক বৈঠকে তাঁরই দেশের বিধ্বংসী ব্যাটসম্যানকে নিয়ে বলেন, ‘‘এ বি-র উইকেটটা আমাদের দ্রুত চাই। ওকে তাড়াতাড়ি ফেরাতে পারলে আমরা সুবিধাজনক জায়গায় চলে আসব। এ বি-কে কী করে আউট করা যাবে, তার পরিকল্পনা করেছি আমরা। সেটা কাজে লাগলে ভাল। না হলে ওর ভুলের অপেক্ষায় থাকতে হবে।’’ মুম্বই অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের ওয়েবসাইটে বলেন, ‘‘চিন্নাস্বামী ব্যাটসম্যানদের স্বর্গ। প্রচুর রান ওঠে। তবে এ রকম মাঠে বোলাররাও সুবিধা পায়। কারণ, ব্যাটসম্যানরা প্রতি বলেই বড় শট নিতে ছটফট করে।’’ যুবরাজ সিংহ, যিনি প্রথম ম্যাচেই ঝোড়ো হাফ সেঞ্চুরি করে নজর কেড়েছেন, তিনি এই চিন্নাস্বামীতে ফের ঝড় তোলেন কি না, সেটাই দেখার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy