জিতলেও নিশ্চিত নয় প্লে অফ, কেমন হতে পারে পঞ্জাবের প্রথম একাদশ
মুম্বইয়ের হারের উপর নির্ভর করছে তাদের প্লে অফ ভাগ্য। চেন্নাইয়ের বিরুদ্ধে তাই আজ শুধু জিতলেই তাই চলবে না পঞ্জাবের। নজর রাখতে হবে মুম্বই দিল্লি ম্যাচের দিকেও। দেখে নেওয়া যাক পুণের ম্যাচে আজ কেমন হতে পারে পঞ্জাবের প্রথম একাদশ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মে ২০১৮ ১৫:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
মুম্বইয়ের হারের উপর নির্ভর করছে তাদের প্লে অফ ভাগ্য। চেন্নাইয়ের বিরুদ্ধে তাই আজ শুধু জিতলেই তাই চলবে না পঞ্জাবের। নজর রাখতে হবে মুম্বই দিল্লি ম্যাচের দিকেও। দেখে নেওয়া যাক পুণের ম্যাচে আজ কেমন হতে পারে পঞ্জাবের প্রথম একাদশ।
০২১২
লোকেশ রাহুল: পঞ্জাবের ইন ফর্ম ব্যাটসম্যান। প্রায় প্রতি ম্যাচে রান করেছেন। প্রায় একার হাতে টানছেন পঞ্জাবের ব্যাটিং। ছবি: পিটিআই।
০৩১২
ক্রিস গেল: টুর্নামেন্টের প্রথম দিকের ফর্ম হারিয়েছেন টি২০-এর সম্রাট। আজ তাঁর কাছ থেকে একটা বিধ্বংসী ইনিংস চাইবে পঞ্জাব। ছবি: পিটিআই।
০৪১২
অ্যারন ফিঞ্চ: দুরন্ত ফর্মে না হলেও মোটামুটি ফর্মেই রয়েছেন এই অজি। গত ম্যাচে ভাল ব্যাট করেও দলকে জেতাতে পারেননি। ছবি: এএফপি।
০৫১২
করুণ নায়ার: পঞ্জাবের ভঙ্গুর মিডল অর্ডারের প্রথম সদস্য। তেমন একটা ফর্মে নেই। তবে আজ দলে থাকার সম্ভাবনাই বেশি। ছবি: পিটিআই।
০৬১২
যুবরাজ সিংহ: একেবারেই টাচে নেই যুবরাজ। ব্যাটে বা বলে, পুরনো যুবির ছায়ামাত্র যেন। প্রথম দলে আজ তিনি বা মনোজ খেলতে পারেন। ছবি: এএফপি।
০৭১২
অক্ষর পটেল: পঞ্জাবের লোয়ার মিডলের প্রথম সদস্য। মাঝে মধ্যে ভাল পারফর্ম করলেও ধারাবাহিক ভাল করতে পারছেন না অক্ষর। ছবি: এএফপি।
০৮১২
মুজিবুর রহমান: পঞ্জাবের ইন ফর্ম বোলার। তবে তাঁর চোট চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। ছবি: পিটিআই।
০৯১২
রবিচন্দ্রন অশ্বিন: বোলার অশ্বিন ফর্মে থাকলেও ক্যাপ্টেন অশ্বিনকে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ছবি: পিটিআই।
১০১২
অ্যান্ড্রু টাই: ব্যাটে যেমন রাহুল, বলে তেমনই বিধ্বংসী ফর্মে রয়েছেন টাই। ৪ উইকেট নেওয়া যেন রেওয়াজ করে ফেলেছেন। ছবি: এএফপি।
১১১২
মোহিত শর্মা: গত বছরের ফর্ম যেন মাঠেই ফেলে এসেছেন এই পেসার। আজ ভাল বল না করলে দল থেকে বাদও পড়তে পারেন।