সদ্য চিনের সঙ্গে মিটেছে সীমান্ত সংঘাত। কিন্তু তা বলে কি ‘ড্রাগন’কে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়! সে কথা মাথায় রেখেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি)-র কাছে নতুন বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছে নয়াদিল্লি। যা যুদ্ধ পরিস্থিতিতে মুহূর্তে পাশার দান উল্টে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখের মুধ-নিয়োমাতে নবনির্মিত বিমানঘাঁটির যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে হবে এর উদ্বোধন। আর তখনই দেশের সর্বোচ্চ ‘এয়ারফিল্ড’ হাতে পাবে ভারতীয় বায়ুসেনা। এলএসি লাগোয়া ওই ঘাঁটিতে নিয়মিত ওঠানামা করবে সুখোই, রাফাল বা তেজসের মতো যুদ্ধবিমান।