বিনেশ ফোগাট। — ফাইল চিত্র।
প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে উঠেও পদক পাননি। ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে গিয়েছিলেন। তার পরেই বিদায় জানিয়েছিলেন কুস্তিকে। দেশে ফিরে রাজনীতিতে যোগ দিয়ে বিধায়কও হয়েছেন। সেই বিনেশ ফোগাট আবার হয়তো ফিরতে পারেন কুস্তির ম্যাটে। সমাজমাধ্যমের পোস্টে তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার বিনেশ লিখেছেন, “জানি, তুমি আজ ক্লান্ত। জানি, এখন তুমি এক জন আহত পাখি। তবে এখনও তোমার মধ্যে সাহস বেঁচে রয়েছে। লক্ষ্য পূরণ করার জন্য এখনও তুমি বেঁচে আছো।” পোস্টের সঙ্গে কুস্তির ম্যাটে নিজের একটি লড়াইয়ের ছবিও দিয়েছেন বিনেশ। এতেই মনে করা হচ্ছে তিনি অবসর ভেঙে কুস্তিতে ফিরতে পারেন।
প্যারিসে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেও ম্যাচের দিন সকালে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে বাতিল করে দেওয়া হয়েছিল বিনেশকে। সেই ঘটনার পর ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষার দিকে তোপ দেগে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন বিনেশ।
হরিয়ানার কুস্তিগির বলেছিলেন, “জানি না অলিম্পিক্সে আদৌ আমাকে কতটা সমর্থন করা হয়েছিল। পিটি ঊষা ম্যাডাম হাসপাতালে আমার সঙ্গে দেখা করেছিলেন। একটা ছবি তোলা হয়েছিল। দরজার পিছনে অনেক রাজনৈতিক খেলাই হয়ে থাকে। একই ভাবে, ওখানেও (প্যারিস) রাজনীতি হয়েছে। তাই জন্য ভেঙে পড়েছিলাম। অনেকেই আমাকে বলেছে কুস্তি না ছাড়তে। কিন্তু কেন খেলা চালিয়ে যাব বলতে পারেন? চারদিকে রাজনীতি।”
তিনি আরও বলেছিলেন, “হাসপাতালের বিছানায় শুয়ে আপনি জানতেও পারেন না বাইরে কী চলছে। জীবনের কঠিনতম পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই সময়ে স্রেফ দেখানোর জন্য আমার পাশে গিয়ে দাঁড়ানো হয়েছিল। কিছু না বলেই ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ওরা নাকি আমার পাশে রয়েছে। এ ভাবে সমর্থন করা যায় না। লোক দেখানো যায়।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy