Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lightning During Football Match

ম্যাচের মাঝেই বজ্রপাত, মৃত এক ফুটবলার, আহত আরও চার

বৃষ্টির জন্য মাঠ ছেড়ে উঠেই যাচ্ছিলেন ফুটবলারেরা। সে সময়ই বজ্রপাত। তাতে মৃত্যু হল এক ফুটবলারের। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন। আহত আরও তিন জন। কোথায় ঘটেছে এই ঘটনা?

football

পেরুর ক্লাব ফুটবলে একটি ম্যাচ চলার সময়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ফুটবলারের। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ২১:৪৮
Share: Save:

বৃষ্টির জন্য মাঠ ছেড়ে উঠেই যাচ্ছিলেন ফুটবলারেরা। সে সময়ই বজ্রপাত। তাতে মৃত্যু হল এক ফুটবলারের। মৃত্যুর সঙ্গে লড়ছেন এক জন। আহত আরও তিন জন। রবিবার এই ঘটনাটি ঘটেছে পেরুতে। সে দেশের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। সমাজমাধ্যমের একটি পোস্ট থেকে জানা গিয়েছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছিল। বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যেতে।

ফুটবলারেরা সাজঘরে ফেরার সময়েই বজ্রপাত হয় ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ়‌ মেসার উপরে। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁর আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একই ভাবে পড়ে যান। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি। হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশকর্তারা সিজ়ার রামোস জানিয়েছেন, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সে কারণেই মৃত্যু হয়েছে তাঁর। আগেও পেরুতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৪-য় একটি ফুটবল ম্যাচে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। তবে তিনি বেঁচে গিয়েছিলেন।

অন্য বিষয়গুলি:

Lightning Football Match peru
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE