IPL 2018: Probable eleven for KKR at Eden against KXIP dgtl
গেলদের বিরুদ্ধে আজ কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ
দুটো দলই এখনও পর্যন্ত তিনটি করে ম্যাচ জিতেছে। রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে এগিয়ে কলকাতা। প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করা নাইটরা পরের দুটো ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়লেও পরের দু’টি ম্যাচে রাজিতে জয়ের সরণীতে ফিরে এসেছে। উল্টো দিকে গেল আসার পর যেন বদলে গিয়েছে পঞ্জাব। দেখে নেওয়া যাক গেলদের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ১৪:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
দুটো দলই এখনও পর্যন্ত তিনটি করে ম্যাচ জিতেছে। রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে এগিয়ে কলকাতা। প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করা নাইটরা পরের দুটো ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়লেও পরের দু’টি ম্যাচে রাজিতে জয়ের সরণীতে ফিরে এসেছে। উল্টো দিকে গেল আসার পর যেন বদলে গিয়েছে পঞ্জাব। দেখে নেওয়া যাক গেলদের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ।
০২১২
ত্রিস লিন: পঞ্জাবের বিরুদ্ধে আজ একটা ভাল শুরুর দিকে তাকিয়ে থাকবে নাইটরা। সে ক্ষেত্রে ডানহাতি এই ওপেনারের উপর অনেকটাই নির্ভর করবে কলকাতা। ছবি: পিটিআই।
০৩১২
সুনীল নারাইন: গেলকে ঠেকানোর জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকবে ম্যানেজমেন্ট। সঙ্গে ওপেনিংয়ে ব্যাট হাতে তাঁর ক্যামিওর দিকেও নজর থাকবে। ছবি: এএফপি।
০৪১২
শুভমন গিল: তিন নম্বরে আজ ভারতের তরুণ এই সেনসেশনকে পরীক্ষা করতে পারে নাইটরা। তিন নম্বরে খেলে অভ্যস্ত শুভমন সাত নম্বরে একেবারেই খেলতে পারছেন না। তাই আজ ওঁকে তিন নম্বরে নামিয়ে পরীক্ষা করতেই পারে নাইটরা।
০৫১২
রবিন উথাপ্পা: শেষ দু’টি ম্যাচে ফর্মে ফেরার জোরালো ইঙ্গিত দিয়েছেন রবিন। আজও তাঁকে ব্যাট হাতে সেই ফর্মেই দেখতে চাইবে নাইট শিবির। ছবি: পিটিআই।
০৬১২
নীতীশ রাণা: নাইটদের এই মুহূর্তে সেরা অলরাউন্ডারদের দৌড়ে রাসেল-নারাইনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন নীতীশ। ব্যাটে বলে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ছবি: পিটিআই।
০৭১২
দীনেশ কার্তিক: ছ’নম্বরে আসবেন দীনেশ। তবে ম্যাচ পরিস্থিতির উপর নির্ভর করে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করতেই পারে নাইটরা। ছবি: পিটিআই।
০৮১২
আন্দ্রে রাসেল: গেলের উত্তর হতে পারেন এই ক্যারিবীয়। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা রাসেল ফর্মে থাকলে নাড়িয়ে দিতে পারেন যে কোনও বালিং লাইন আপকে। ছবি: এএফপি।
০৯১২
পীযূষ চাওলা: ডানহাতি এই লেগস্পিনারের উপর দায়িত্ব থাকবে গেলকে আটকানোর।