India should keep a close watch at these Pakistani Cricketers ahead Asia Cup clash dgtl
India
এশিয়া কাপে এই পাক ক্রিকেটাররা বেগ দিতে পারে ভারতকে
বুধবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। প্রায় নতুন এই পাকিস্তান দলটির অনেকের সঙ্গেই তেমন ভাবে পরিচিত নন ভারতীয়রা। এর মধ্যে কয়েক জন পাক ক্রিকেটার বেশ বেগ দিতে পারে বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক তেমনই কয়েক জনকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
বুধবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। প্রায় নতুন এই পাকিস্তান দলটির অনেকের সঙ্গেই তেমন ভাবে পরিচিত নন ভারতীয়রা। এর মধ্যে কয়েক জন পাক ক্রিকেটার বেশ বেগ দিতে পারে বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক তেমনই কয়েক জনকে।
০২০৬
হাসান আলি: পাক সিম আক্রমণের আর এক চমক। ৩৪টি এক দিনের ম্যাচ খেলেছেন। ইতিমধ্যেই ৭০টি উইকেট পেয়ে গিয়েছেন। হাসান আলিকে সামলানো ভারতীয় ব্যাটসম্যানদের কাছে খুবই জরুরি।
০৩০৬
উসমান খান: বাঁ হাতি উসমান খান পাকিস্তানের পেস আক্রমণের নতুন তাস। ইনিংসের শুরুতে তাঁকে সামলানো ভারতের ব্যাটসম্যানদের কাছে বড় চ্যালঞ্জ। নিজের স্বল্প ক্রিকেট কেরিয়ারে ইতিমধ্যেই বেশ কিছু চমক দেখিয়েছেন উসমান।
০৪০৬
বাবর আজম: বিরাট কোহালি বিহীন এশিয়া কাপে বাবর আজমের দর যেন অনেকটাই বেড়ে গিয়েছে। টি২০ এবং এক দিনের ম্যাচে এই মুহূর্তে পাকিস্তানের বড় ভরসা বাবর।
০৫০৬
শোয়েব মালিক: ভারতের কাছে শোয়ের মালিক সব সময় বড় চ্যালেঞ্জ। বল, ব্যাট উভয় দিক থেকেই তিনি বড় ভরসা। শোয়েবকে সামলাতে আলাদা গেম প্ল্যান করা উচিত রোহিত শর্মাদের।
০৬০৬
ফখর জামান: বাঁ হাতি ব্যাটসম্যানটি পাকিস্তানের বড় ভরসা। ফখরের হাত ধরে ভাল শুরু দলের ভিত মজবুত করে দিচ্ছে সাম্প্রতিক একাধিক ম্যাচে। ম্যাচে ভাল ফল করতে হলে দ্রুত ফখরের উইকেট ভারতের কাছে খুবই জরুরি।