Advertisement
৩০ অক্টোবর ২০২৪
FIFA World Cup 2022

মেসির চোট? ফাইনালে নামার আগে অনুশীলনই করলেন না লিয়ো, চিন্তা বাড়ছে আর্জেন্টিনার

শুক্রবার অনুশীলন করেননি মেসি। এ বারের বিশ্বকাপে ৫টি গোল করে ফেলেছেন তিনি। ৩টি গোলের পাস বাড়িয়েছেন। এমবাপের সঙ্গে সোনার বুটের লড়াই চলছে তাঁর।

এ বারের বিশ্বকাপে ৫টি গোল করে ফেলেছেন মেসি।

এ বারের বিশ্বকাপে ৫টি গোল করে ফেলেছেন মেসি। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ০৯:৪১
Share: Save:

লিয়োনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে। রবিবার এই লড়াই দেখার জন্য অপেক্ষায় থাকবে গোটা বিশ্ব। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবং ফ্রান্স ম্যাচে দুই নায়কের উপস্থিতি অন্য মাত্রা দিয়েছে। কিন্তু মেসি খেলতে পারবেন তো? ফাইনালের আগে আর্জেন্টিনার অনুশীলনে দেখা গেল না মেসিকে। তাঁর কি চোট রয়েছে?

শুক্রবার অনুশীলন করেননি মেসি। ক্রোয়েশিয়াকে সেমিফাইনাইলে ৩-০ গোলে হারানোর পর মাঠ ছাড়ার সময় মেসিকে একটু অস্বস্তিতে লেগেছিল বলে দাবি ‘দ্য মিরর’ সংবাদপত্রের। মেসির পায়ে চোট রয়েছে বলে দাবি তাদের। আর্জেন্টিনা দলের তরফে যদিও মেসির চোট নিয়ে কিছু জানানো হয়নি। সেমিফাইনালে খেলা অনেক ফুটবলারই নাকি শুক্রবার অনুশীলন করেননি। তাঁরা জিম করেছেন। মেসির চোট নেই বলে জানিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তিনি বলেন, “মেসির কোনও চোট নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২০ মিনিট খেলতে হয়েছে আমাদের। তার পরেও লিয়ো ম্যাচটা শেষ করেছে। শারীরিক ভাবে খুব ভাল জায়গায় রয়েছে লিয়ো। ও সব ম্যাচেরই সেরা।”

এ বারের বিশ্বকাপে ৫টি গোল করে ফেলেছেন মেসি। ৩টি গোলের পাস বাড়িয়েছেন। এমবাপের সঙ্গে সোনার বুটের লড়াই চলছে তাঁর। ৪টি গোল করে তাঁদের ঘাড়ের কাছেই রয়েছেন ফ্রান্সের অলিভির জিরু এবং আর্জেন্টিনার ইউলিয়ান আলভারেস।

ফ্রান্স দলে একাধিক ফুটবলার অসুস্থ। অন্তত ৩ জন ফুটবলার ‘কোল্ড ভাইরাস’ বা ঠান্ডার ভাইরাসে আক্রান্ত। দুই ফুটবলারের অবস্থা বেশ খারাপ। তাঁদের বাকিদের থেকে আলাদা রাখা হয়েছে। ফ্রান্স শিবিরের আশা, হাতে দিন দুয়েক সময় থাকায় ফাইনালে সেরা দল নামাতে সমস্যা হবে না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE