আইপিএলে জোরে বোলিংয়ের উদাহরণ অনেক রয়েছে। তবে মন্থর বোলিংয়ের নজির খুব বেশি নেই। সেই বিরল কাজই করে দেখালেন মুম্বইয়ের বোলার সত্যনারায়ণ রাজু। তাঁর একটি বলের গতি এতটাই কম ছিল যে ‘স্পিডোমিটারে’ ধরাই পড়েনি সেটা।
ঘটনাটি ঘটেছে মুম্বই বনাম গুজরাতের ম্যাচে। গুজরাতের ইনিংসের ১৩তম ওভারে জস বাটলারকে বল করছিলেন রাজু। হাতের পিছন দিক থেকে (ব্যাক অফ দ্য হ্যান্ড) বলটি ছাড়তে গিয়েছিলেন। কিন্তু সময়ের গোলমাল হয়ে যায়। বলটি মাঝ পিচেরও অনেক আগে পড়ে।
ড্রপ খেয়ে ভাসমান অবস্থায় এগিয়ে যেতে থাকে বাটলারের দিকে। অনেক ক্ষণ অপেক্ষা করে সেই বলে ব্যাট চালিয়ে চার রান তুলে নেন বাটলার। তবে ইংরেজ ব্যাটার যদি বলটি ছেড়ে দিতেন তা হলে উইকেট পেরোনোর আগেই সেটি আবার পিচে ড্রপ খেত। সে ক্ষেত্রে আম্পায়ারকে ‘নো বল’ ডাকতে হত। রাজুর সেই ওভারের বাকি বলগুলির গতি দেখানো হলেও, নির্দিষ্ট ওই বলটির গতি স্পিডোমিটারে ধরা পড়েনি। এতেই সমর্থকেরা দাবি তুলেছেন, সেটি আইপিএলের মন্থরতম বল হতে পারে।
আরও পড়ুন:
শর্ট বলের ক্ষেত্রে অনেক সময় জোরে বোলারেরা হাতের পিছন দিক থেকে বল ছাড়ার চেষ্টা করেন। গতির হেরফের ঘটানোর চেষ্টা করেন। অতীতে ডোয়েন ব্রাভোকে এ ভাবে বল করে ব্যাটারদের বিভ্রান্ত করতে দেখা গিয়েছে। সেটাই করতে গিয়েছিলেন রাজু। তবে সফল হননি।
এ বারই প্রথম আইপিএল খেলছেন রাজু। চেন্নাই ম্যাচে এক ওভার বল করে ১৩ রান দিয়েছিলেন। জায়গা ধরে রাখেন গুজরাত ম্যাচেও। তবে এই ম্যাচে তিন ওভার ৪০ রান দেন।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
০৯:১৭
খোঁচা খাওয়া হায়দরাবাদ ভয়ঙ্কর, হারের ধাক্কা কাটিয়ে, পিচ বিতর্কের আবহে বৃহস্পতিবার নামছে কলকাতা -
২৩:০৪
পঞ্জাবের কাছে হারের পর আবার লখনউয়ের সাজঘরে গোয়েন্কা, পন্থদের কী বললেন দলের মালিক -
২২:৫৮
আবার ব্যর্থ বিরাট, ঘরের মাঠে ফিরতেই হার বেঙ্গালুরুর, চিন্নাস্বামীতে দাপট সিরাজের -
২২:৩৮
কোহলির পর এ বার রোহিতের কাছে ব্যাট চাইলেন রিঙ্কু, আবদার শুনে কী করলেন শর্মা -
২১:৩২
পুরনো দলের বিরুদ্ধে দাপট সিরাজের, বেঙ্গালুরুকে ১৬৯ রানে আটকে দিলেন গুজরাতের পেসার