চলতি মরসুমে প্রথম বার হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছে বিরাট কোহলিদের। ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান কোহলি। কেমন রয়েছে সেই চোট? কোহলির আঙুলের হাল জানালেন বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ফ্লাওয়ার বলেন, “কোহলিকে দেখে তো ভালই লাগল। কোনও সমস্যার কথা ও বলেনি।”
আরও পড়ুন:
ঘটনাটি ঘটে গুজরাতের ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে। সাই সুদর্শনের শট বাউন্ডারির দিকে যাচ্ছিল। বাঁচানোর চেষ্টা করেন কোহলি। সেই সময় বল তাঁর আঙুলে লাগে। দেখে বোঝা যাচ্ছিল, যন্ত্রণা হচ্ছে কোহলির। সঙ্গে সঙ্গে মাঠে যান ফিজিয়ো। পরে অবশ্য কোহলিকে ফিল্ডিং করতে দেখা যায়। কোচের কথা শুনেও বোঝা যাচ্ছে, খুব একটা গুরুতর নয় তাঁর চোট।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এ বারের আইপিএলে প্রথম দু’টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সকলের উপরে ছিল বেঙ্গালুরু। তৃতীয় ম্যাচে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে বেঙ্গালুরু। কোহলি রান পাননি। মাত্র সাত রান করেন তিনি। লিয়াম লিভিংস্টোন ৫৪, জিতেশ শর্মা ৩৩ ও টিম ডেভিড ৩২ রান করেন। পুরনো দলের বিরুদ্ধে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। ১৭০ রানের লক্ষ্য ১৩ বল বাকি থাকতে তাড়া করে জিতে নেয় গুজরাত। সাই সুদর্শন ৪৯ ও জস বাটলার ৭৩ রান করেন। ৮ উইকেটে ম্যাচ জেতে গুজরাত।