এক সময় বেঙ্গালুরু ছিল মহম্মদ সিরাজের ঘরের মাঠ। সেই মাঠেই বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে তিন উইকেট নিলেন তিনি। গুজরাত টাইটান্সের জার্সিতে বুধবার দাপট দেখালেন সিরাজ। তাঁর দাপটে বেঙ্গালুরু আটকে গেল ১৬৯ রানে।
টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান গুজরাতের অধিনায়ক শুভমন গিল। তাঁর সিদ্ধান্ত যে খুব ভুল ছিল না, তা প্রমাণ করে দেন সিরাজেরা। শুরুতেই বিরাট কোহলির (৭) উইকেট তুলে নেন তরুণ বাঁহাতি পেসার আরশাদ খান। এর পর একের পর এক উইকেট হারাতে থাকে বেঙ্গালুরু। ৪২ রানের মধ্যে চলে যায় ৪ উইকেট। ফিল সল্ট (১৪), দেবদত্ত পাড়িক্কল (৪) এবং রজত পাটীদার (১২) অল্প রানে ফিরে যান।
গুজরাতের তিন পেসার নিজেদের প্রথম স্পেলেই উইকেট তুলে নেন। আরশাদ, সিরাজ এবং ইশান্ত শর্মার দাপটে তখন চিন্নাস্বামী শান্ত। পর পর দু’ম্যাচ জিতে ঘরের মাঠে খেলতে আসা বেঙ্গালুরু ঘরের মাঠে শুরুতেই এমন ধাক্কা খাবে, তা সমর্থকেরা ভাবতে পারেনি। যদিও টসের সময় অধিনায়ক পাটীদার বলেন, “ঘরের মাঠে এটা আমাদের প্রথম ম্যাচ। ফলে এই পিচ আমাদের কাছেও অপরিচিত। টস জিতলে আমিও আগে বল করতাম।”
আরও পড়ুন:
সিরাজ প্রথম থেকেই ব্যাটারদের ভোগাচ্ছিলেন। যে কারণে তাঁকে শুরুতেই তিন ওভার করিয়ে দেন অধিনায়ক শুভমন। মাঝের দিকে তাঁকে আর বল দিতে পারেননি। আরশাদ শুরুতে ২ ওভারে ১৭ রান দিয়ে বিরাটের উইকেট তুললেও তাঁকেও আর বল দেননি শুভমন। অধিনায়ক ভরসা দেখান রশিদ খানের উপর। কিন্তু তিনি ৪ ওভারে দিলেন ৫৪ রান। নেপথ্যে লিয়াম লিভিংস্টোন।
বেঙ্গালুরুকে লড়াই করার মতো রান তুলতে সাহায্য করেন লিভিংস্টোন। তিনি ৪০ বলে ৫৪ রান করেন। তাঁর মারা পাঁচটি ছক্কা চিন্নাস্বামীতে উৎসব ফিরিয়ে আনে। লিভিংস্টোনের সঙ্গী হন জিতেশ শর্মা (৩৩) এবং টিম ডেভিড (৩২)। এই তিন জনের ব্যাটে ভর করে ১৬৯ রান তোলে বেঙ্গালুরু।
ডেথ ওভারে বল করতে এসে লিভিংস্টোনকে ফেরান সেই সিরাজ। তিনটি উইকেট নিয়েছেন তিনি। দু’টি উইকেট নেন সাই কিশোর। একটি করে উইকেট আরশাদ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং ইশান্তের। একমাত্র রশিদ কোনও উইকেট নিতে পারেননি।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ