গত মরসুমে ছিলেন বিরাট কোহলি। এই মরসুমে রোহিত শর্মা। রিঙ্কু সিংহের ব্যাটের চাহিদা কমছেই না। আইপিএলের গত মরসুমে কোহলির কাছ থেকে জোড়া ব্যাট নিয়েছিলেন তিনি। এ বার রোহিতের কাছেও ব্যাট চাইলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার।
সোমবার ওয়াংখেড়েতে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের খেলা ছিল। সেই ম্যাচ ছেলেখেলা করে জেতে মুম্বই। মরসুমে প্রথম জয় পান হার্দিক পাণ্ড্যেরা। খেলা শেষে মুম্বইয়ের সাজঘরে পৌঁছে যান রিঙ্কু। সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, সাজঘরে গিয়ে রোহিতের কাছে নতুন ব্যাট চাইছেন রিঙ্কু। রোহিত তাঁর ব্যাগের মধ্যে রাখা ব্যাটগুলি নেড়েচেড়ে দেখছেন। এই দৃশ্য দেখে হেসে ফেলেন তিলক বর্মা। হার্দিককেও দেখা যায় রিঙ্কুকে এসে কিছু একটা বলছেন।
তার পরেই দেখা যায় কেকেআরের আর এক ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশী রোহিতের ব্যাট নিয়ে হাসিমুখে ছবি তুলছেন। তা দেখে বোঝা যাচ্ছে, অঙ্গকৃশকে একটি ব্যাট দিয়েছেন রোহিত। কিন্তু রিঙ্কুর আবদার তিনি রেখেছেন কি না তা জানা যায়নি। অর্থাৎ, কোহলির পর রোহিতের কাছ থেকে রিঙ্কু ব্যাট পেয়েছেন কি পাননি তা অজানা।
আরও পড়ুন:
গত মরসুমে ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ শেষে কোহলির কাছে গিয়ে একটি ব্যাট চান রিঙ্কু। কোহলি তাঁকে একটি ব্যাট উপহার দেন। পরে বেঙ্গালুরুর মাঠে খেলা শেষেও কোহলির কাছে একটি ব্যাট চান রিঙ্কু। সেখানে রিঙ্কুকে বলতে শোনা যায়, তাঁর আগের ব্যাটটি ভেঙে গিয়েছে। সে কথা শুনে একটু বিরক্ত দেখায় বিরাটকে। যদিও আর একটি ব্যাট আদায় করে ছাড়েন কেকেআরের ব্যাটার।
গত বার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হলেও রিঙ্কু ফর্মে ছিলেন না। তিনি মূলত ফিনিশারের ভূমিকায় খেলছিলেন। ফলে অনেক কম বল খেলার সুযোগ পেয়েছিলেন। বেশি রান করতে পারেননি। এ বার অবশ্য প্রথম তিনটি ম্যাচের দু’টিতে ব্যাট করার সুযোগ পেয়েছেন রিঙ্কু। কিন্তু রান পাননি। আইপিএলে ভাল খেলার দৌলতেই ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু। কিন্তু সাম্প্রতিক ফর্মে চাপে তিনি। বৃহস্পতিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। এখন দেখার সেই ম্যাচে রিঙ্কু রান করতে পারেন কি না।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৬:৫৯
সতীর্থদের সঙ্গে কি ইগোর লড়াই হয় কোহলির? আইপিএলের মাঝে জবাব বিরাটের -
১৫:০২
চহলের ‘প্রেমিকা’ আইপিএলের মঞ্চে! ক্রিকেটারের জন্য গলা ফাটাতে মাঠে মহওয়াশ -
১৩:৪২
ধোনিদের হারানোর আনন্দে চোনা ফেলে দিলেন ম্যাক্সওয়েল, কী করলেন পঞ্জাবের ক্রিকেটার -
১২:৫০
৫ প্রশ্ন: ইডেনে কেকেআরের হারের পর জানতে চাইল আনন্দবাজার ডট কম -
১০:৪৪
‘ফিনিশার’ ধোনি শেষ, আইপিএলে রেকর্ড গড়লেন উইকেটরক্ষক ধোনি