Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Celebrity Tweets after Women's World Cup 2017 final

মিতালিদের জন্য গর্বিত তারকাদের শুভেচ্ছায় ভাসল টুইটার

ঝুলনদের লড়াইয়ে গর্বিত গোটা দেশ। টুইটার ভরে উঠেছে অভিনন্দনে। দেখে নেওয়া যাক কারা কী শুভেচ্ছা জানাল উওমেন ইন ব্লু-কে।

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ১৬:১৮
Share: Save:
০১ ০৮
নরেন্দ্র মোদী: আমাদের মহিলা ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়েছেন। বিশ্বকাপে তাঁরা নিজেদের অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।

নরেন্দ্র মোদী: আমাদের মহিলা ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়েছেন। বিশ্বকাপে তাঁরা নিজেদের অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।

০২ ০৮
অমিতাভ বচ্চন: যতক্ষণ না তুমি হারছ, ততক্ষণ জেতার আনন্দ বুঝবে না। ভারতীয় নারী জিন্দাবাদ।

অমিতাভ বচ্চন: যতক্ষণ না তুমি হারছ, ততক্ষণ জেতার আনন্দ বুঝবে না। ভারতীয় নারী জিন্দাবাদ।

০৩ ০৮
শাহরুখ খান: মাঠে থেকে ক্রিকেটারদের জড়িয়ে ধরতে পারলে সবচেয়ে খুশি হতাম। তোমাদের জন্য আজ সারা দেশ গর্বিত।

শাহরুখ খান: মাঠে থেকে ক্রিকেটারদের জড়িয়ে ধরতে পারলে সবচেয়ে খুশি হতাম। তোমাদের জন্য আজ সারা দেশ গর্বিত।

০৪ ০৮
অক্ষয় কুমার: ভগ্ন-হৃদয়েও আজ হাসছি আমি!! তোমরা একটা বিপ্লবের সূচনা করেছ। আমি গর্বিত।

অক্ষয় কুমার: ভগ্ন-হৃদয়েও আজ হাসছি আমি!! তোমরা একটা বিপ্লবের সূচনা করেছ। আমি গর্বিত।

০৫ ০৮
রণবীর সিংহ: নীল পোশাকের মহিলাদের জন্য গর্ব হচ্ছে।

রণবীর সিংহ: নীল পোশাকের মহিলাদের জন্য গর্ব হচ্ছে।

০৬ ০৮
শাহিদ কপূর: এই টিমটা আমাদের জাগিয়ে তুলেছে। ভারতের মহিলা ক্রিকেটটে নতুন দিশা দিয়েছ তোমরা।

শাহিদ কপূর: এই টিমটা আমাদের জাগিয়ে তুলেছে। ভারতের মহিলা ক্রিকেটটে নতুন দিশা দিয়েছ তোমরা।

০৭ ০৮
প্রিয়ঙ্কা চোপড়া: দুর্দান্ত খেলেছ উইমেন ইন ব্লু। একটা অসাধারণ সফর শেষ করলে তোমরা। তোমরা ভারতের সমস্ত মহিলাদের কাছে অনুপ্রেরণার।

প্রিয়ঙ্কা চোপড়া: দুর্দান্ত খেলেছ উইমেন ইন ব্লু। একটা অসাধারণ সফর শেষ করলে তোমরা। তোমরা ভারতের সমস্ত মহিলাদের কাছে অনুপ্রেরণার।

০৮ ০৮
অনুষ্কা শর্মা: তোমরা অসাধারণ খেলেছ। ভাগ্য খারাপ। তবে তোমরা অসাধারণ খেলেছ।

অনুষ্কা শর্মা: তোমরা অসাধারণ খেলেছ। ভাগ্য খারাপ। তবে তোমরা অসাধারণ খেলেছ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE