Advertisement
০২ নভেম্বর ২০২৪
science

আজ সূর্যের পূর্ণগ্রাসে ঢেকে যাবে আমেরিকা

আমেরিকার পশ্চিম উপকূলের ওরেগন থেকে পূর্ব উপকূলের সাউথ ক্যারোলিনার শার্লেস্টন পর্যন্ত দেখা যাবে ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
ওয়াশিংটন শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ২০:২১
Share: Save:

আজ, সোমবার ২১ অগস্ট আমেরিকার পশ্চিম থেকে পূর্ব উপকূলের সুবিস্তীর্ণ এলাকার পুরোটাই ঢেকে যাবে অন্ধকারে। দিনদুপুরে নেমে আসবে রাতের ঘুটঘুটে অন্ধকার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৌলতে। ৯৯ বছর পর।

আমেরিকার পশ্চিম উপকূলের ওরেগন থেকে পূর্ব উপকূলের সাউথ ক্যারোলিনার শার্লেস্টন পর্যন্ত দেখা যাবে ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর কানাডা, মধ্য ও আমেরিকার উত্তরাংশে দেখা যাবে সূর্যের খণ্ডগ্রাস। আমেরিকায় শেষ বার সূর্যের পূর্ণগ্রাস দেখা গিয়েছিল ১৯১৮ সালে।

আরও পড়ুন-সৌরজগতের বাকি ছ’টি গ্রহ থেকে কেমন হবে সূর্যগ্রহণ?

সোমবার, ২১ অগস্ট আমেরিকার পশ্চিম থেকে পূর্ব উপকূলে যে পথ ধরে হবে সূর্যগ্রহণ। ডায়াগ্রাম নাসার সৌজন্যে।

আরও পড়ুন- পৃথিবীর দিকে অক্টোবরেই ছুটে আসছে এই গ্রহাণু

নাসা জানাচ্ছে, সূর্যের খণ্ডগ্রাস শুরু হবে প্রশান্ত মহাসাগরের ওপর ভারতীয় সময় সোমবার রাত ৯টা ১৬ মিনিটে। আর তা শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে। পূর্ণগ্রাস সবচেয়ে বেশি ক্ষণ স্থায়ী হবে ইলিনয়ের কার্বনডেলে। ২ মিনিট ৪৪ সেকেন্ড।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE