Advertisement
২৬ অক্টোবর ২০২৪

টুকরো খবর

উত্তর কলকাতার গ্যালিফ স্ট্রিটে হানা দিয়ে ময়না, কোকিল ও টিয়া-জাতীয় দেড় শতাধিক পাখি বাজেয়াপ্ত করল রাজ্যের বন দফতর। গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের কর্মীরা রবিবার সকালে গ্যালিফ স্ট্রিটে হাজির যান। মহম্মদ আক্রম, মহম্মদ সালাউদ্দিন ও মহম্মদ সদাগর নামে তিন বিক্রেতাকে পাখি-সহ গ্রেফতার করা হয়।

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৫ ০৩:৩০
Share: Save:

দেড়শো পাখি উদ্ধার

উত্তর কলকাতার গ্যালিফ স্ট্রিটে হানা দিয়ে ময়না, কোকিল ও টিয়া-জাতীয় দেড় শতাধিক পাখি বাজেয়াপ্ত করল রাজ্যের বন দফতর। গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের কর্মীরা রবিবার সকালে গ্যালিফ স্ট্রিটে হাজির যান। মহম্মদ আক্রম, মহম্মদ সালাউদ্দিন ও মহম্মদ সদাগর নামে তিন বিক্রেতাকে পাখি-সহ গ্রেফতার করা হয়। বন দফতরের খবর, মুর্শিদাবাদ ও মালদহের বিভিন্ন জায়গা থেকে পাখিগুলি ধরে এনে কলকাতায় বিক্রির মতলব ছিল ওই তিন জনের। ক্রেতাও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই খরিদ্দারদের ধরা যায়নি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE