Get Readymade Theme Pandals at Just Rs 8000 in North Kolkata's Ramesh Dutta Street dgtl
Kolkata theme pandals
উত্তর কলকাতার এই পাড়ায় এসে ৮০০০ টাকাতেও বানিয়ে নিন থিমের প্যান্ডেল, নিয়ে যেতে পারেন টুকরো করেও
উত্তর কলকাতায় আছে এমন এক পাড়া, যেখানে রাস্তার দু’পাশ ধরে পুজো অনুযায়ী তৈরি হয় ছোট ছোট থিমের প্যান্ডেল।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১০:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
দুর্গাপুজোর মতো কালীপুজোতেও এখন থিমের রমরমা। বড় বড় ক্লাবগুলি পুজো শুরুর বেশ কিছু মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে, কোন থিমের প্যান্ডেল হবে এবং কোন শিল্পী বানাবেন।
০২১৪
এই থিমের প্যান্ডেলগুলির বাজেট আকাশছোয়াঁ, যা সাধারণ পাড়ার ছোট ছোট ক্লাবগুলির নাগালের বাইরে।
০৩১৪
তা হলে কি তারা দুর্গাপুজো বা কালীপুজোয় থিমের প্যান্ডেল করবে না?
০৪১৪
উত্তর কলকাতায় আছে এমন এক পাড়া, যেখানে রাস্তার দু’পাশ ধরে পুজো অনুযায়ী তৈরি হয় ছোট ছোট থিমের প্যান্ডেল।
ছবি ঋণ: সঞ্জীব ইউটিউব চ্যানেল
০৫১৪
রমেশ দত্ত স্ট্রিটের রামবাগান অঞ্চলে রয়েছেন বহু প্যান্ডেল কারিগর, যাঁরা থিম অনুযায়ী বানিয়ে দেন মনের মতো প্যান্ডেল।
০৬১৪
দক্ষিণেশ্বর হোক কিংবা শিবলিঙ্গ, ক্লাবের পরিকল্পনা মতো বাজেট অনুযায়ী এই কারিগরেরা তাঁদের নিপুণ শৈলীতে তৈরি করে দেন প্যান্ডেল।
ছবি ঋণ: সঞ্জীব ইউটিউব চ্যানেল
০৭১৪
১৫০০০, ১০০০০ এমনকি ৮০০০ টাকাতেও এখানে প্যান্ডেল বানাতে পারবেন!
০৮১৪
ছোট প্যান্ডেল তৈরির পরিকল্পনা থাকলে পুজোর ২ সপ্তাহ আগেও অর্ডার দেওয়া যায়। তবে যদি একটু বড় প্যান্ডেল করার থাকে, তবে জানাতে হয় ২ মাস আগে।
০৯১৪
পুজোর মরসুম অনুযায়ী বদলে যায় পাড়ার রূপ। দুর্গাপুজোর সময়ে তার থিমে রাস্তার দু’পাশে তৈরি হয় প্যান্ডেল।
১০১৪
আবার কালীপুজোর সময়ে পরিকল্পনামাফিক তৈরি হয় মানানসই প্যান্ডেলগুলি।
১১১৪
তবে যদি ভাবেন, এই পাড়ায় গিয়ে সঙ্গে সঙ্গে পছন্দ করে প্যান্ডেল কিনতে পারবেন, তা কিন্তু নয়। একমাত্র অর্ডার নিয়েই এখানে প্যান্ডেল তৈরি হয়।
১২১৪
কিন্তু প্যান্ডেল এখান থেকে নিয়ে যাবেন কী করে?
ছবি ঋণ: পেপার বয় ব্লগার
১৩১৪
প্যান্ডেলগুলি বিভিন্ন অংশে বিভক্ত থাকে। তাই সহজেই এখান থেকে নিয়ে গিয়ে যেখানে রাখবেন, সেখানেই জুড়ে নেওয়া যায়।
ছবি ঋণ: সঞ্জীব ইউটিউব চ্যানেল
১৪১৪
আবার বড় প্যান্ডেল হলে এই পাড়া থেকেই লোক যান। তাঁরাই যেখানে পুজো হবে, সেখানে গিয়ে ‘সেট আপ’ করে দেন। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।