Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Shoaib Akhtar-Sachin Tendulkar-Virender Sehwag

‘তোমার খেল্‌ খতম!’ শোয়েবকে বলেন সহবাগ, সচিনের পা ধরে ক্ষমা চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস!

গোটা ঘটনা নিয়ে হাসির রোল উঠত টিম ইন্ডিয়ার সাজঘরে। কী সেই ঘটনা? তা-ই খোলসা করেছিলেন সচিনের সতীর্থ তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৩:৩০
Share: Save:
০১ ১৭
image of Shoaib Akhtar

ক্রিকেট মাঠে গোলার মতো বল ছুড়ে কত বার যে বিপক্ষের মিডল স্ট্যাম্প উপড়ে দিয়েছেন, তার ইয়ত্তা নেই। ২২ গজে ব্যাটারদের দিকে এমন ভাবে তেড়ে যেতেন, যেন মনে হত কাউকেই পরোয়া করেন না। এককালে বহু ব্যাটারের ত্রাস ছিলেন পাকিস্তানের দীর্ঘদেহী পেসার শোয়েব আখতার।

০২ ১৭
image of Sachin Tendulkar,Shoaib Akhtar

এ হেন শোয়েব নাকি এক বার এমন কীর্তি করেছিলেন যে সচিন তেন্ডুলকরের পায়ে পড়তে হয়েছিল তাঁকে। এমনকি, তিনি নাকি সচিনের কাছে ক্ষমাভিক্ষাও করেছিলেন। গোটা ঘটনা নিয়ে হাসির রোল উঠত টিম ইন্ডিয়ার সাজঘরে। কী সেই ঘটনা? তা-ই খোলসা করেছিলেন সচিনের সতীর্থ তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ।

০৩ ১৭
image of Shoaib Akhtar

৬ ফুটের দীর্ঘদেহী শোয়েব কেন ৫ ফুট ৪ ইঞ্চির উচ্চতার সচিনের কাছে ‘মাথা নত’ করেছিলেন? নাহ্‌! এ ঘটনায় ক্রিকেটীয় কারণ লুকিয়ে নেই।

০৪ ১৭
image of Sachin Tendulkar, Virender Sehwag

সংবাদমাধ্যমের কাছে ওই ঘটনার সন-তারিখ অবশ্য জানাননি সহবাগ। তবে ঘটনার খুঁটিনাটি তুলে ধরেছেন। কী এমন হয়েছিল?

০৫ ১৭
image of Sachin Tendulkar, Virender Sehwag

সহবাগ জানিয়েছিলেন, লখনউয়ে ভারত-পাক ক্রিকেটারদের নিয়ে এক জমজমাট পার্টিতে এমন কিছু ঘটেছিল, যাতে আড়ালে আবডালে হেসে গড়াগড়ি খেতে হত তাঁদের।

০৬ ১৭
image of Sachin Tendulkar,Shoaib Akhtar

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের পেটানো দেহ নাকি ওই পার্টিতে সচিনের ভার বইয়ে পারেননি। দু’জনেই অবশ্য মেঝেয় গড়াগড়ি খেয়েছেন। তবে কি সচিনকে কোলে তোলার চেষ্টা করেছিলেন শোয়েব? খানিকটা নাকি তেমনই ঘটেছিল।

০৭ ১৭
image of Shoaib Akhtar,Virender Sehwag

সহবাগের কথায়, ‘‘এক বার ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারদের জন্য লখনউয়ে একটা পার্টি হয়েছিল। তাতে বেশ মদ্যপান করেছিলেন শোয়েব।’’

০৮ ১৭
image of Sachin Tendulkar,Shoaib Akhtar

ওই অবস্থায় নাকি সচিনের সঙ্গে ‘লজ্জাজনক’ কাণ্ডটি ঘটিয়ে ফেলেন শোয়েব। সেটা কী? সহবাগ বলে চলেন, ‘‘অনেকটা মদ খেয়ে সচিনকে তোলার চেষ্টা করেছিলেন শোয়েব।’’

০৯ ১৭
image of Sachin Tendulkar,Shoaib Akhtar

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের ওই কীর্তির কথা মনে করে সহবাগের মন্তব্য, ‘‘যদিও (নেশাগ্রস্ত অবস্থায়) শোয়েবের পক্ষে সচিন বেশ ভারী ছিলেন।’’ তার পর কী হয়েছিল?

১০ ১৭
image of Virender Sehwag

সহবাগ বলেছিলেন, ‘‘শোয়েব-সচিন, দু’জনেই মেঝেয় গড়িয়ে পড়ে গিয়েছিলেন।’’ ক্রিকেটবিশ্বের দুই সুপারস্টারকে ওই অবস্থায় গড়াগড়ি খেতে দেখে হাসি থামাতে পারেননি নজফগড়ের নবাব।

১১ ১৭
image of Shoaib Akhtar

অপ্রস্তুত হয়ে পরিস্থিতি সামাল দিতে শোয়েব নাকি তখন মজা করে বলেছিলেন, ভারতের ব্যাটিংভার নিজের কাঁধে বয়ে বেড়ানোর জন্যই সচিন এত ভারী। সে জন্যই তাঁকে তুলতে পারেননি তিনি।

১২ ১৭
image of Virender Sehwag

ঘটনার অবশ্য এখানেই শেষ নয়। বরং শুরু! শোয়েবকে ওই অবস্থায় পড়ে যেতে দেখে খুনসুটি করতে ছাড়েননি সহবাগ।

১৩ ১৭
image of Shoaib Akhtar,Virender Sehwag

ভরা পার্টিতে একঘর লোকের সামনে ওই ঘটনা নিয়ে এতটাই নাকি অপ্রস্তুত ছিলেন শোয়েব, যে তাঁকে নিয়ে আরও মজা করার সুযোগ হারাতে চাননি সহবাগ। বার বার ওই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে শোয়েবকে বলতে থাকেন, ‘‘তোমার কেরিয়ার শেষ। তোমার খেল্‌ খতম!’’

১৪ ১৭
image of Sachin Tendulkar, Shoaib Akhtar,Virender Sehwag

সচিনকে ও ভাবে তোলার জন্য তাঁর বড়সড় চোট লাগতে পারত বলে শোয়েবকে খোঁচাতে শুরু করেছিলেন সহবাগ। তাতেই নাকি ভয় পেয়ে যান শোয়েব।

১৫ ১৭
image of Shoaib Akhtar

সহবাগের দাবি, ওই ঘটনার পর শোয়েবের মনে হয়েছিল, তাঁর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নালিশ করবেন সচিন। যা নিয়ে জলঘোলা হতে পারে। সে জন্য সচিনের পায়ে পড়ে ক্ষমা চেয়েছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

১৬ ১৭
image of Sachin Tendulkar, Virender Sehwag

মাঠের অকুতোভয় শোয়েবকে ওই অবস্থায় দেখে সহবাগ কী বলেছিলেন? সচিনের প্রাক্তন সতীর্থের কথায়, ‘‘আমি ওকে খুবই কটাক্ষ করতাম। বলতাম, ‘আমাদের সেরা ক্রিকেটারকে মাটিতে ফেলে দিয়েছ। এ বার তোমার কেরিয়ার শেষ! তোমাকে পাকিস্তান দল থেকেও বাদ দেওয়া হবে।’ এর পর ক্ষমা চাওয়ার জন্য সব সময় সচিনের পিছু পিছু ঘুরতে থাকে শোয়েব।’’

১৭ ১৭
image of Shoaib Akhtar,Sachin Tendulkar, Virender Sehwag

‘‘সচিনের সঙ্গে যেখানেই দেখা হত, শোয়েব ‘সরি’ বলতে শুরু করে দিয়েছিল। এক বার তো আমার সামনেই সচিনের পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল। তবে আমি আর সচিন তা-ও সোজা বসেছিলাম। পরে তা নিয়ে শোয়েবের আড়ালে বেজায় হেসেছিলাম আমরা।’’ শেষমেশ কি শোয়েবকে ‘মাফ’ করেছিলেন সচিন? তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি সহবাগ।

ছবি: রয়টার্স, এএফপি, পিটিআই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy