ফুটবল বা হকি ম্যাচ নয়। মরণ-বাঁচন রণক্ষেত্রে সেমসাইড! অবাধ্য ইউক্রেনকে শায়েস্তা করতে ‘বন্ধু’ রাষ্ট্র উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে কাজে লাগিয়েছে রাশিয়া। কিন্তু এতে নিশ্চিন্ত হওয়া তো দূরে থাক, উল্টে এই সিদ্ধান্তের জন্যই এখন পস্তাতে হচ্ছে মস্কোকে। শত্রুকে ছেড়ে ‘ভুল করে’ রুশ বাহিনীর উপরেই গুলি চালিয়ে বসেছে পিয়ংইয়ং থেকে আসা সৈনিকেরা। ফলে দুশমন নয়, দোস্তের হাতেই প্রাণ গিয়েছে পূর্ব ইউরোপের ‘বাদামি ভালুকের দেশ’টির বেশ কয়েক জন ফৌজির।
সম্প্রতি ইউক্রেনের গোয়েন্দা দফতর এই খবর প্রকাশ্যে আনতেই ইউরোপ জুড়ে হইচই পড়ে গিয়েছে। কিভের দাবি, গত ১৪ ডিসেম্বর, শনিবার এই ঘটনা ঘটে পশ্চিম রাশিয়ার কুর্স্ক এলাকায়। উত্তর কোরিয়ার সেনার গুলিতে সেখানে প্রাণ গিয়েছে মস্কোর অন্তত আট সৈনিকের। রাশিয়ার তরফে অবশ্য এ ব্যাপারে সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।