‘উইঘুর’ কাঁটার ঘা শুকোচ্ছে না ড্রাগনের। উল্টে সেখানে জমা হতে শুরু করেছে পশ্চিম এশিয়ার গৃহযুদ্ধের গরম বারুদ! সামান্য একটা ফুলকিতে গোটা এলাকা যে ছারখার হবে, তা বলাই বাহুল্য। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছে লালফৌজের দেশ। এর জেরে অচিরেই সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সেখানকার মাটি রক্তে লাল হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা।