Advertisement
২৮ ফেব্রুয়ারি ২০২৫
Raftaar-Manraj Jawanda Wedding

কেরলের বর, কলকাতার কনে! নামী স্টাইলিস্টের সঙ্গে দ্বিতীয় বার গাঁটছড়া বাঁধলেন র‌্যাপার রফতার

মিউজ়িক ভিডিয়োর মাধ্যমে অভিনয়ের জগতেও পা রেখেছেন মনরাজ। কাজ করেছেন রফতারের মিউজ়িক ভিডিয়োতেও। ‘কালি কার’, ‘ঘানা কাসুতা’, ‘রাসকলা’ এবং ‘শ্রিংগার’-এর মতো জনপ্রিয় গানে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৫৪
Share: Save:
০১ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় ভারতীয় র‌্যাপার রফতার ওরফে দিলিন নায়ার। পোশাক পরিকল্পক (ফ্যাশন স্টাইলিস্ট) এবং অভিনেত্রী মনরাজ জবন্দার সঙ্গে আনুষ্ঠানিক ভাবে গাঁটছড়া বাঁধলেন তিনি।

০২ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

দম্পতি এখনও বিষয়টি প্রকাশ্যে না আনলেও তাঁদের বিয়ের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরেছেন রফতার- মনরাজ।

০৩ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় র‌্যাপার রফতার। ২০১৬ সালে দীর্ঘ দিনের প্রেমিকা কোমল বোহারাকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে টেকেনি। ২০২০ সালে কোমলের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। সেই ঘটনার পর প্রায় পাঁচ বছর কেটে গিয়েছে। ফের ছাঁদনাতলায় গায়ক।

০৪ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

দক্ষিণ ভারতের সনাতনী রীতি মেনেই মনরাজের সঙ্গে বিয়ে সেরছেন রফতার। কিন্তু তার পর থেকেই রফতার অনুরাগীদের মনে কৌতূহল দেখা দিয়েছে নববধূকে নিয়ে।

০৫ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

মনরাজ পেশায় পোশাক পরিকল্পক। পাশাপাশি, ফিটনেস এবং শরীরচর্চা নিয়েও বিশেষ উৎসাহ রয়েছে তাঁর।

০৬ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

কলকাতার সঙ্গে যোগসূত্র রয়েছ মনরাজের। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা কলকাতাতেই। মনরাজ স্নাতক করেছেন গণমাধ্যম নিয়ে।

০৭ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

‘এফএডি ইন্টারন্যাশনাল’ থেকে ‘স্টাইলিং’ নিয়ে পড়াশোনার জন্য স্নাতকস্তরের পড়াশোনা শেষ করে মুম্বই চলে যান তিনি।

০৮ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

মনরাজের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে লেখা, ‘‘ফ্যাশনের প্রতি আমার গভীর আগ্রহ। আমার পঞ্চম জন্মদিনে পোশাক পরিকল্পনা করা থেকে শুরু করে মুম্বাইয়ের ফ্যাশন দুনিয়া পর্যন্ত, আমার যাত্রা উত্তেজনায় ভরপুর।’’

০৯ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

সময়ের সঙ্গে সঙ্গে পোশাক পরিকল্পক এবং ডিজ়াইনার হিসাবে ফ্যাশন শুট, ছবি এবং বিজ্ঞাপনে কাজ করেও পরিচিতি অর্জন করেন মনরাজ।

১০ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

মিউজ়িক ভিডিয়োর মাধ্যমে অভিনয়ের জগতেও পা রেখেছেন মনরাজ। কাজ করেছেন রফতারের মিউজ়িক ভিডিয়োতেও। ‘কালি কার’, ‘ঘানা কাসুতা’, ‘রাসকলা’ এবং ‘শ্রিংগার’-এর মতো জনপ্রিয় গানে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেখান থকেই দু’জনের আলাপ, তার পর প্রেম, ক্রমে বিয়ে।

১১ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

এত সাফল্য অর্জনের পরেও সমাজমাধ্যমে ততটা আনাগোনা নেই মনরাজের। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ব্যক্তিগত। তবে ফলোয়ারের সংখ্যা পাঁচ হাজারের বেশি।

১২ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

অন্য দিকে, রফতারের জন্ম কেরলের তিরুঅনন্তপুরমে। ইয়ো ইয়ো হানি সিংহের ‘মাফিয়া মুন্ডের’ মিউজ়িক গ্রুপের সদস্য ছিলেন তিনি। তার পর সেখান থেকে বেরিয়ে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেন। ‘সোয়াগ মেরা দেশি’ গানের জন্য ২০১৪ সালে পুরস্কৃত হন। গান গেয়েছেন ‘বুলেট রাজা’, ‘হিরোপন্তি’, ‘গব্বর ইজ় ব্যাক’, ‘মান্তো’-সহ বহু বলিউড ছবিতে।

১৩ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

র‌্যাপ গাওয়া ছাড়াও বর্তমানে ‘এমটিভি হাসল’-এর চতুর্থ সিজ়নের বিচারক রফতার। এর আগে রিয়্যালিটি শো ‘এমটিভি রোডিজ়’-এরও বিচারক ছিলেন ৩৬ বছর বয়সি র‌্যাপার। অঙ্কিত খন্নার সঙ্গে ‘কলমকার মিউজ়িক’ নামে একটি সংস্থার প্রতিষ্ঠা করেন তিনি।

১৪ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

এক জন এক্স ব্যবহারকারী রফতার এবং মনরাজের বিয়ের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গিয়েছে দক্ষিণ ভারতীয় পোশাক পরে এবং রীতি মেনে মণ্ডপে বসেছেন দম্পতি। ওই ব্যবহারকারী লিখেছেন, ‘‘খুব সুন্দর! ওঁদের যেন কারও নজর না লাগে। অভিনন্দন রাফতার।’’

১৫ ১৫
All need to know about Manraj Jawanda whit whom Indian rapper Raftaar ties a knot

অন্য একটি ছবিতে আবার মনরাজের গলায় মঙ্গলসূত্র বাঁধতে দেখা গিয়েছে রফতারকে। দম্পতির সঙ্গীত অনুষ্ঠানের একটি ভিডিয়োও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। ভিডিয়োতে স্ত্রী মনরাজের সঙ্গে ‘স্বপ্নে মে মিলতি হ্যায়’ গান গাইতে দেখা গিয়েছে রফতারকে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy