মার্চ মাসে কোন রাশির ব্যক্তিরা লটারি কেটে লাভ করবেন? কাদের লটারি কাটা উচিত হবে না?
খুব ইচ্ছা করলেও কয়েকটি রাশির ব্যক্তিদের লটারির দিকে এগোনো উচিত হবে না। গোটা মাস জুড়ে কোন রাশির লটারি ভাগ্য কেমন থাকবে জেনে নিন।
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
মার্চ মাসে অনেকের ভাগ্যে লটারি প্রাপ্তির খুব ভাল যোগ রয়েছে। টাকা হারানোর চিন্তা বাদ দিয়ে তাঁরা সাহস করে এক বার লটারি কেটে দেখতেই পারেন।
০২১৪
কিন্তু খুব ইচ্ছা করলেও কয়েকটি রাশির ব্যক্তিদের লটারির দিকে এগোনো উচিত হবে না। গোটা মাস জুড়ে কোন রাশির লটারি ভাগ্য কেমন থাকবে জেনে নিন।
০৩১৪
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের এই মাসে লটারির দিকে বিশেষ ঝোঁক না দেখানোই ভাল হবে। মাসের শুরুতে প্রাপ্তিযোগ খুব একটা ভাল থাকবে না। মন চাইলে মাসের শেষের দিকে এক বার ভাগ্য যাচাই করে দেখতে পারেন।
০৪১৪
বৃষ– এই মাসটা বৃষ রাশির জন্য লটারির দিক দিয়ে মধ্যম প্রকৃতির থাকবে। একেবারেই যে প্রাপ্তিযোগ নেই তা নয়। এই মাসে মাঝেমধ্যে সীমিত অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। ভাগ্য সঙ্গ দিলেও দিতে পারে।
০৫১৪
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা এই মাসে লটারির টিকিট কাটতে পারেন। বেশ ভাল আর্থিক যোগ রয়েছে। মাসের মধ্য ভাগ লটারি কাটার জন্য সবচেয়ে উপযুক্ত। এ ছাড়া মাসের একেবারে শেষ ভাগও অর্থ প্রাপ্তির জন্য খুব ভাল।
০৬১৪
কর্কট– মাসের প্রথম ভাগটা কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল। লটারি কাটার খুব ইচ্ছা থাকলে এই সময়ের মধ্যে কেটে নিতে পারেন।
০৭১৪
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা মাসের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু মাসের মধ্য ভাগ এবং প্রথম ভাগে একেবারেই লটারির দিকে যাবেন না। লাভের বদলে লোকসান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
০৮১৪
কন্যা– মার্চ মাসে কন্যা রাশির জাতকরা খুব বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না। মন চাইলে খুব কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। কোনও ছোটখাটো পুরস্কার জিতলেও জিততে পারেন।
০৯১৪
তুলা– তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটা লটারির দিকে খুব একটা ভাল নয়। কিন্তু খুব খারাপও বলা যাচ্ছে না। ভাগ্য যাচাই করে দেখতে চাইলে মাসের যে কোনও সময় লটারি কেটে দেখতে পারেন।
১০১৪
বৃশ্চিক– মাসের মধ্য ভাগটা বৃশ্চিক রাশির জন্য বেশ ভাল। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না। প্রথম ভাগটা অর্থের জন্য মধ্যম।
১১১৪
ধনু– ধনু রাশির জন্য গোটা মাসটাই বেশ ভাল দেখা যাচ্ছে। এই মাসের যে কোনও সময় আপনার জন্য বেশ অনুকূল। ভাগ্য সঙ্গ দিলে বেশ ভাল অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।
১২১৪
মকর– এই মাসে মকর রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোবেন। মন চাইলে প্রথম ভাগ এবং শেষ ভাগ ছেড়ে মধ্য ভাগে এক বার লটারি কেটে দেখতে পারেন।
১৩১৪
কুম্ভ- কুম্ভ রাশির জাতক-জাতিকারা মাসের যে কোনও সময়ে লটারি কাটতে পারেন। খুব বেশি অর্থ প্রাপ্তি না থাকলেও এই মাসটা অর্থের দিক দিয়ে মনের মতোই কাটবে।
১৪১৪
মীন- মীন রাশির জাতকদের জন্য এই মাসে আর্থিক দিক ভাল থাকলেও, খুব যে ভাল তা নয়। তাই খুব ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত নিতে হবে। অর্থের দিকটা মাসের প্রথম দিকে একেবারেই ভাল নয়। (লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)