Advertisement
০২ এপ্রিল ২০২৫
RBI Increases Gold Reserves

টন টন হলুদ ধাতু কিনেই চলেছে ভারত! লেনদেনের নয়া মাধ্যম হবে সোনা? প্রকাশ্যে ‘আসল কারণ’

ডলারের নিরিখে টাকার অবমূল্যায়নের মধ্যেই টন টন সোনা মজুত করছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু কেন? ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৫
Share: Save:
০১ ২০
RBI Increases Gold Reserves

চলতি বছর হু-হু করে বেড়ে চলেছে সোনার দাম। ২০২৫ সালে খুচরো বাজারে এখনও পর্যন্ত হলুদ ধাতুর দর চড়েছে ১০ শতাংশ। গত ১৭ ফেব্রুয়ারি রেকর্ড উচ্চতায় উঠেছিল স্বর্ণ-মূল্য। এর নেপথ্যে একাধিক কারণের কথা বলেছেন আর্থিক বিশ্লেষকেরা।

০২ ২০
RBI Increases Gold Reserves

এ বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কুর্সিতে বসা ইস্তক জটিল হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি। কারণ, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কোমর বেঁধে শুল্কযুদ্ধ চালাচ্ছেন তিনি। সোনার বাজারেও পড়েছে তার প্রভাব।

০৩ ২০
RBI Increases Gold Reserves

ফেব্রুয়ারির গোড়ায় ইস্পাত এবং অ্যালুমিনিয়াম সামগ্রী আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি, পারস্পরিক শুল্কনীতি চালু করার কথাও ঘোষণা করেছেন তিনি। অর্থাৎ যে দেশ মার্কিন পণ্যে যতটা শুল্ক নিয়ে থাকে, এ বার থেকে ওয়াশিংটন সংশ্লিষ্ট রাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে আরোপ করবে সমপরিমাণ শুল্ক। এর চূ়ড়ান্ত রূপরেখা ঠিক করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রক কাজ করছে বলেও জানা গিয়েছে।

০৪ ২০
RBI Increases Gold Reserves

ট্রাম্পের এ হেন ঘোষণার সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছে ভারতের শেয়ার বাজারে। লাফিয়ে লাফিয়ে নেমেছে সেনসেক্স এবং নিফটির গ্রাফ। বরাবরই লগ্নির ক্ষেত্রে সোনাকে নিরাপদ বলে মনে করে থাকেন বিনিয়োগকারীরা। গত কয়েক মাসে বেড়েছে তাঁদের সোনা কেনার প্রবণতা। হঠাৎ করে চাহিদা বৃদ্ধির জেরে খুচরো বাজারেও দামি হয়েছে হলুদ ধাতু।

০৫ ২০
RBI Increases Gold Reserves

লগ্নিকারীদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে টন টন সোনা কিনছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও (আরবিআই)। হলুদ ধাতুটির দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের এই পদক্ষেপকেও দায়ী করেছেন আর্থিক বিশ্লেষকেরা। অন্য দিকে ডলারের নিরিখে অনেকটাই দুর্বল হয়েছে টাকার দাম। তবে কি এ বার থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের মাধ্যম হিসাবে সোনাকে ব্যবহারের চিন্তাভাবনা করছে নয়াদিল্লি? উঠে গিয়েছে সেই প্রশ্নও।

০৬ ২০
RBI Increases Gold Reserves

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। ক্রমবর্ধমান দামের জন্য আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারকে বাদ দেওয়া হবে কি না, সরকারের দিকে সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

০৭ ২০
RBI Increases Gold Reserves

সংসদে দাঁড়িয়ে এই প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, এটা সত্যি যে রিজ়ার্ভ ব্যাঙ্ক সোনা মজুত করছে। তবে কোনও আন্তর্জাতিক মুদ্রাকে প্রতিস্থাপন করা এর উদ্দেশ্য নয়। কেন্দ্রীয় ব্যাঙ্কের ক্রমাগত হলুদ ধাতু ক্রয়ের কারণ ব্যাখ্যা করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা।

০৮ ২০
RBI Increases Gold Reserves

কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে বলেন, ‘‘আরবিআই একটি ভারসাম্য রিজ়ার্ভ পোর্টফোলিয়ো তৈরির জন্য সোনা মজুত করছে। দেশের বিদেশি মুদ্রা ভান্ডারে কিছু বৈচিত্র থাকার প্রয়োজন রয়েছে। সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।’’

০৯ ২০
RBI Increases Gold Reserves

ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারের সবচেয়ে বড় উপাদান হল মার্কিন ডলার। এ ছাড়া ইউরো এবং পাউন্ড-সহ অন্যান্য শক্তিশালী বিদেশি মুদ্রাও রয়েছে। সেখানে বৈচিত্র বজায় রাখতে সোনার মজুত কেন্দ্রীয় ব্যাঙ্ক বৃদ্ধি করছে বলে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।

১০ ২০
RBI Increases Gold Reserves

গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজ়ান শহরে ব্রিকসভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সেখানে নতুন একটি মুদ্রা চালু করার ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ডলার দুর্বল হওয়ার আশঙ্কা দেখা দেয়। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জিতেই এই বিষয়ে চরম হুঁশিয়ারি দেন ট্রাম্প। আন্তর্জাতিক বাণিজ্যে আমেরিকান মুদ্রায় আধিপত্য বজায় রাখার ব্যাপারে বদ্ধপরিকর তিনি।

১১ ২০
RBI Increases Gold Reserves

অক্টোবরের ব্রিকস সম্মেলনের পর থেকেই দুনিয়া জুড়ে ডলারের মূল্য হ্রাসের বিষয়ে আলোচনা শুরু হয়ে যায়। শুধু তা-ই নয়, বেশ কয়েকটি দেশ ডলারের বদলে অন্য কোনও মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনাও চালাতে থাকে। এই আবহে বর্তমানে ভারতের সেই রাস্তায় হাঁটার কোনও পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।

১২ ২০
RBI Increases Gold Reserves

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৬ কোটি ডলার। ২৪ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহের তুলনায় এটি ১০৫ কোটি ডলার বেশি বলে জানা গিয়েছে।

১৩ ২০
RBI Increases Gold Reserves

এ বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রাভান্ডার বৃদ্ধি পায় ৫৫০ কোটি ডলার। এই নিয়ে টানা দ্বিতীয় বারের জন্য মুদ্রাভান্ডারটি বেড়েছে বলে জানা গিয়েছে। এর নেপথ্যে আরবিআইয়ের সোনা মজুতের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের স্বর্ণভান্ডার বৃদ্ধি পেয়েছে ১২০ কোটি ডলার। ফলে রিজ়ার্ভ ব্যাঙ্কের মোট মজুত করা সোনার বাজারমূল্য দাঁড়িয়েছে ৭,০৮৯ কোটি ডলার।

১৪ ২০
RBI Increases Gold Reserves

গত বছর স্বর্ণভান্ডারে ৭২.৬ টন অতিরিক্ত সোনা যোগ করে আরবিআই। ২০২৩ সালের নিরিখে সোনার মজুত প্রায় চার গুণ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। গত বছরের নভেম্বরে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হতেই ভারতীয় টাকায় ব্যাপক অস্থিরতা শুরু হয়। ডলারের নিরিখে দ্রুত নামতে থাকে টাকার দাম।

১৫ ২০
RBI Increases Gold Reserves

এই অবস্থায় সোনা কেনার পরিমাণ আরবিআই বাড়িয়েছে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে পোল্যান্ড এবং তুরস্কের কেন্দ্রীয় ব্যাঙ্কের ঠিক পরেই রয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্কের স্থান। গত বছরের ডিসেম্বরে আরবিআইয়ের স্বর্ণভান্ডারে মজুত ছিল ৮৭৬.১৮ টন সোনা। অর্থাৎ ৬,৬২০ কোটি ডলার মূল্যের সোনা ছিল কেন্দ্রীয় ব্যাঙ্কের হাতে।

১৬ ২০
RBI Increases Gold Reserves

২০২৩ সালে দেশের স্বর্ণভান্ডারে অতিরিক্ত ১৮ টন যুক্ত করে আরবিআই। ফলে ওই বছরের ডিসেম্বরে সোনার মজুত বেড়ে দাঁড়ায় ৮০৩.৫৮ টন। এর বাজারমূল্য ছিল ৪,৮৩০ কোটি ডলার। সরকারি তথ্য বলছে, ২০১৭ সাল থেকে প্রতি বছর বিপুল পরিমাণে সোনা কিনছে আরবিআই। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০২১ সালের পর গত বছরই সবচেয়ে বেশি সোনা মজুত করে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ২০১৭ থেকে ধরলে যে কোনও ক্যালেন্ডার বছরে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

১৭ ২০
RBI Increases Gold Reserves

উল্লেখ্য, তুরস্ক, সুইৎজ়ারল্যান্ড এবং চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক প্রায়ই সোনা বিক্রি করে থাকে। কিন্তু ভারত হলুদ ধাতু বিক্রি করে না বললেই চলে। কারণ, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাঙ্কের রাজনৈতিক অনুমোদনের প্রয়োজন রয়েছে। সেটা বেশ কঠিন বলেই মনে করা হয়। বর্তমানে স্বর্ণ মজুতের নিরিখে বিশ্বে প্রথম দশে রয়েছে ভারত।

১৮ ২০
RBI Increases Gold Reserves

আর্থিক বিশ্লেষকদের কথায়, সোনা মজুতের মাধ্যমে বিদেশি মুদ্রাভান্ডারের ভারসাম্য বজায় রাখে আরবিআই। উদাহরণ হিসাবে গত বছরের কথা বলা যেতে পারে। ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের বিদেশি মুদ্রাভান্ডারে যোগ হয়েছে ৫,৬০০ কোটি ডলার। কিন্তু, ২০২৩ সালে একই সময়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের ১,৭৭০ কোটি ডলার লোকসান হয়েছিল।

১৯ ২০
RBI Increases Gold Reserves

এই ঘাটতি পূরণ করতেই রিজ়ার্ভ ব্যাঙ্ক সোনার মজুত বৃদ্ধি করছে বলে জানা গিয়েছে। কারণ হলুদ ধাতুর দর গত এক বছরে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের অক্টোবর থেকে সোনা কেনার উপর নতুন করে জোর দিয়েছে আরবিআই। এতে ডলারের নিরিখে টাকার অস্থিরতা এবং বিদেশি মুদ্রাভান্ডার কমে যাওয়ার ঝুঁকি হ্রাস পাবে বলে স্পষ্ট করা হয়েছে।

২০ ২০
RBI Increases Gold Reserves

গত বছর থেকে বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাঙ্কও সোনার মজুত দ্রুত গতিতে বাড়িয়ে চলেছে। এই নিয়ে টানা তিন বছর হাজার টনের বেশি সোনা কিনেছে এই সমস্ত ব্যাঙ্ক। ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে সোনা কেনার পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়ে ৩৩৩ টনে পৌঁছে যায়। ফলে মোট বার্ষিক ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১,০৪৫ টন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy