রেলের গ্রুপ ডি পরীক্ষার ফল ফেব্রুয়ারিতে। নিজস্ব চিত্র।
ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। রেলের বিভিন্ন জোনের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড(আরআরবি)-এর ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক অফিসার বলেছেন, ‘‘আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্টের ফল পূর্বনির্ধারিত সূচি অনুসারে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। আরআরবির সমস্ত আঞ্চলিক ওয়েবসাইটে গিয়ে এই ফল জানা যাবে।’’
গ্রুপ ডি-র লিখিত পরীক্ষায় যে সব পরীক্ষার্থীরা সফল হবেন তাঁদের পিইটি বা শারীরিক সক্ষমতার পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষা কবে কোথায় কখন হবে তা পরে আরআরবির ওয়েবসাইটে জানানো হবে।
আরও পড়ুন: শবরী নিয়ে অবস্থান বদলালেন রাহুল
১১ জানুয়ারি, শুক্রবার এই পরীক্ষার উত্তরপত্র প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের প্রশ্নের উত্তর মিলিয়ে নিতে পারবেন। পরীক্ষার্থীরা যদি মনে করেন উত্তরপত্রে কোনও ভুল আছে, তাহলে তাঁরা সেই ‘ভুল’উত্তর সম্পর্কে রিক্রুটমেন্ট বোর্ডকে জানাতে পারবেন।
এ জন্য তাঁদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদন করতে হবে। আজ ১৪ জানুয়ারি থেকে উত্তরপত্র সংক্রান্ত অভিযোগ গ্রহণ শুরু হবে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীদের অভিযোগ যদি সঠিক হয়, তাহলে তাঁরা আবেদনের জন্য জমা দেওয়া ফি ফেরত পাবেন।
আরও পড়ুন: ‘কুমারী মেয়ে ‘সিল্ড বটল’ বা ‘সিল্ড প্যাকেট’-এর মতো!’, বিতর্কিত পোস্ট শিক্ষকের
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy