Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Illegal Stone Mining

কলকাতায় আবার সিবিআই হানা! বেআইনি পাথর খাদান মামলায় দিনভর তিন রাজ্যের ২০ জায়গায় অভিযান

ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে বেআইনি ভাবে বিপুল পরিমাণ পাথর তোলার অভিযোগ উঠেছে। সিবিআই তদন্ত সূত্রে জানা গিয়েছে, এর ফলে লোকসান হয়েছে সরকারের। খনন সংক্রান্ত আইনও লঙ্ঘিত হয়েছে।

বেআইনি খাদান মামলায় অভিযান চালিয়ে কার্তুজও উদ্ধার করেছে সিবিআই।

বেআইনি খাদান মামলায় অভিযান চালিয়ে কার্তুজও উদ্ধার করেছে সিবিআই। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ২০:৪৬
Share: Save:

ঝাড়খণ্ডের বেআইনি পাথর খাদান মামলায় মঙ্গলবার দিনভর তিন রাজ্যের ২০টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই। কলকাতার দু’জায়গাতেও তল্লাশি চালানো হয়েছে। আর এই তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ টাকা, সোনা, রুপো, কার্তুজ উদ্ধার করা হল।

ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে বেআইনি ভাবে বিপুল পরিমাণ পাথর তোলার অভিযোগ উঠেছে। সিবিআই তদন্ত সূত্রে জানা গিয়েছে, এর ফলে লোকসান হয়েছে সরকারের। খনন সংক্রান্ত আইনও লঙ্ঘিত হয়েছে। সেই মামলার তদন্তের সূত্র ধরেই ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের ২০টি জায়গায় মঙ্গলবার তল্লাশি চালিয়েছে সিবিআই। ঝাড়খণ্ডের রাঁচীর তিনটি জায়গায়, গুমলার একটি, সাহেবগঞ্জের ১৩টি জায়গার পাশাপাশি বিহারের পটনার একটি জায়গায় এবং কলকাতার দু’টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই।

মঙ্গলবার ২০টি জায়গায় তল্লাশি চালিয়ে নগদ ৬০ লক্ষ টাকা, এক কেজি সোনা, ১.২ কেজি রুপো, সোনার গয়না, বেশ কয়েকটি মোবাইল, ৬১টি সক্রিয় কার্তুজ (৯ এমএম), সম্পত্তি বিক্রি, বিনিয়োগের কাগজপত্র, ‘ভুয়ো’ সংস্থার নথিপত্র উদ্ধার করেছে। সিবিআইয়ের একটি সূত্র মনে করছে, বেআইনি খাদানের টাকা দিয়ে এ সব সম্পত্তি, গয়না ক্রয় করা হয়ে থাকতে পারে। তাই সে সব কাগজপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্য বিষয়গুলি:

Jharkhand CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE