Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Skeleton

গুজরাতে খোঁজ মিলল ৫০০০ বছরের পুরনো মানব কঙ্কাল

সেখানেই তাঁরা খোঁজ পেয়েছেন আয়তাকৃতি কবরের। সেই কবর থেকেই উদ্ধার হয়েছে মানুষের কঙ্কাল। যা হরপ্পা সভ্যতার সমসাময়িক বলে মনে করছেন প্রত্নত্ত্ববিদরা।

গুজরাতে এই কবরখানা থেকেই পাওয়া গেছে হরপ্পা সভ্যতার সমসাময়িক কঙ্কাল। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

গুজরাতে এই কবরখানা থেকেই পাওয়া গেছে হরপ্পা সভ্যতার সমসাময়িক কঙ্কাল। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
রাজকোট শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ১৬:১০
Share: Save:

গুজরাতের কচ্ছ জেলায় খননকার্য চালিয়ে প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করলেন হরপ্পা সভ্যতার নিদর্শন। কচ্ছ জেলার ধোলাভিরা থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে গত দু’মাস ধরে খনন কার্য চালাচ্ছিলেন প্রত্নতত্ত্ববিদরা। সেখানেই তাঁরা খোঁজ পেয়েছেন আয়তাকৃতি কবরের। সেই কবর থেকেই উদ্ধার হয়েছে মানুষের কঙ্কাল। যা হরপ্পা সভ্যতার সমসাময়িক বলে মনে করছেন প্রত্নতত্ত্ববিদরা।

গুজরাতের ওই এলাকায় প্রায় ৯০ হাজার বর্গমিটার এলাকাকে বেছে নিয়েছিলেন প্রত্নতত্ত্ববিদরা। তাঁদের ধারণা ওই এলাকায় রয়েছে প্রায় ২৫০ টি কবরখানা। সেই ২৫০টির মধ্যে মাত্র ২৬টি কবর খনন করা সম্ভব হয়েছে গবেষকদের পক্ষে। সেখানেই এই কঙ্কালটি খুঁজে পেয়েছেন অনুসন্ধানকারীরা। কঙ্কালটি লম্বায় প্রায় ছয় ফুটের কাছাকাছি। গবেষকরা মনে করছেন এই কঙ্কালটি প্রায় ৫ হাজার বছরের পুরনো।

কচ্ছ জেলার ধোলাভিরার খাটিয়া গ্রামের কাছে এই খনন কার্য যৌথভাবে চালিয়েছেন কচ্ছ বিশ্ববিদ্যালয় ও কেরল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান সুরেশ ভাণ্ডারি বলেছেন, ‘‘উদ্ধার হওয়া কঙ্কালটিকে কেরল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরীক্ষার মাধ্যমে কঙ্কালের সঠিক বয়স জানা হবে। কোন লিঙ্গের কঙ্কাল ও মৃত্যুর কারণ জানা যাবে পরীক্ষার মাধ্যমে।’’

আরও পড়ুন: অস্ত্র আমদানিতে বিশ্বে দ্বিতীয় ভারত

কঙ্কালের পাশাপাশি এই প্রথম গুজরাতে কোনও আয়তাকার কবরখানার খোঁজ পেলেন প্রত্নতত্ত্ববিদরা। এই খবরখানা প্রায় ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ২০০ বছরের প্রাচীন বলে ধারণা গবেষকদের। প্রাচীন সভ্যতা সম্পর্কে অজানা তথ্য উন্মোচনে এই আয়তাকার কবরখানা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন খননকার্যের সঙ্গে যুক্ত প্রত্নতত্ত্ববিদরা।

মানুষের এই কঙ্কাল ছাড়াও প্রাণীদের দেহের ছাপ, পাথর, ব্লেডের মতো আকারেরও বিভিন্ন জিনিসপত্র খুঁজে পেয়েছেন ওই দুই বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদরা।

আরও পড়ুন: বরফের মধ্যে খালি গায়ে কসরত করছেন ভারতীয় সেনারা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE