আসাদউদ্দিন ওয়াইসি। -ফাইল ছবি।
কট্টর সন্ত্রাসবাদী মাসুদ আজহারকে কোনও মৌলানা ভাবার দরকার নেই। উনি এক জন শয়তান। মুম্বইয়ের এক জনসভায় রবিবার এ কথা বলেছেন এআইএমআইএম দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। পুলওয়ামা কাণ্ডের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কড়া সমালোচনা করেও এ দিন ওয়াইসি বলেন, ‘‘পাকিস্তানের মনে রাখা উচিত, কোনও ঘটনা দেশের নিরাপত্তার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ালে আমরা সব ভারতীয়ই একজোট হয়ে যাব।’’
পুলওয়ামা কাণ্ডের জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ওয়াইসি বলেছেন, ‘‘ভারতীয় মুসলিমদের নিয়ে ইসলামাবাদকে ভাবতে হবে না। কারণ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাকে অস্বীকার করেই এই মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতের নাগরিকত্বই বেছে নিয়েছেন। তাঁরা পাকিস্তানে যাননি।’’
পুলওয়ামার ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপের পরেও অবশ্য মোদী সরকারকে বিঁধতে দ্বিধা করেননি ওয়াইসি। বলেছেন, ‘‘পুলওয়ামা কাণ্ডের জন্য মোদী সরকারের রাজনৈতিক, প্রশাসনিক ও গোয়েন্দা ব্যর্থতাই দায়ী।’’
আরও পড়ুন- ‘টোম্যাটোর জবাব অ্যাটম বম্ব’! পাক সাংবাদিকের ভিডিয়ো ভাইরাল, ব্যঙ্গ-বিদ্রুপে বিঁধল নেটিজেনরা
আরও পড়ুন- ‘সচিন চায় দুই পয়েন্ট, আমি চাই বিশ্বকাপ’
আবার বিজেপির পাশাপাশি কড়া সমালোচনা করেছেন কংগ্রেসেরও। বলেছেন, ‘‘আসন্ন লোকসভা নির্বাচনে মুসলিমরা কংগ্রেসকে ভোট দেবেন না। কারণ, কংগ্রেসের জমানায় ওঁদের সর্বনাশ হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy