Advertisement
০৬ নভেম্বর ২০২৪
National

এ বার বিহারেও তাঁর সংগঠনের শাখা খুলবেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের পরে বিহারেও নিজের সংগঠন ‘হিন্দু যুবা বাহিনী’র শাখা খুলতে চলেছেন যোগী আদিত্যনাথ। পশ্চিমবঙ্গ লাগোয়া কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া এবং আরারিয়া জেলায় প্রথমে সংগঠনের কাজ শুরু করা হবে। কিষাণগঞ্জের প্রাক্তন বিজেপি বিধায়ক তথা আদিত্যনাথের ঘনিষ্ঠ নেতা সিকন্দর সিংহ শুক্রবার বলেন, ‘‘এপ্রিল থেকে চার জেলায় সংগঠনের কাজ শুরু করা হবে। পরে গোটা রাজ্যে সংগঠনকে ছড়ানো হবে।’’

দিবাকর রায়
পটনা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ১৯:৩১
Share: Save:

উত্তরপ্রদেশের পরে বিহারেও নিজের সংগঠন ‘হিন্দু যুবা বাহিনী’র শাখা খুলতে চলেছেন যোগী আদিত্যনাথ। পশ্চিমবঙ্গ লাগোয়া কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া এবং আরারিয়া জেলায় প্রথমে সংগঠনের কাজ শুরু করা হবে। কিষাণগঞ্জের প্রাক্তন বিজেপি বিধায়ক তথা আদিত্যনাথের ঘনিষ্ঠ নেতা সিকন্দর সিংহ শুক্রবার বলেন, ‘‘এপ্রিল থেকে চার জেলায় সংগঠনের কাজ শুরু করা হবে। পরে গোটা রাজ্যে সংগঠনকে ছড়ানো হবে।’’

রাজ্যের শাসক দল জেডিইউর মুখপাত্র নীরজ কুমার বলেছেন, ‘‘বিহারের মানুষ বিজেপিকে বিধানসভা নির্বাচনে পরাজিত করেছে। সামাজিক সদ্ভাব নষ্ট করার চেষ্টা হলে মানুষ প্রতিবাদ করবেন।’’

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের তৎকালীন সাংসদ, অধুনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০০২ সালের এপ্রিলে, রামনবমীর দিন হিন্দু যুবা বাহিনী তৈরি করেন। তার পর থেকে নানা সময়ে আদিত্যনাথের এই বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে। গোরক্ষার নামে আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক বিরোধীদের ওপরে বিভিন্ন সময়ে হামলার অভিযোগ দায়ের হয় সংগঠনের বিরুদ্ধে। পাশপাশি পূর্ব উত্তরপ্রদেশের সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগও রয়েছে হিন্দু যুবা বাহিনীর বিরুদ্ধে। মউয়ের বাহুবলী বহুজন সমাজ পার্টির নেতা মুখতার আনসারির বিরুদ্ধে সরব হওয়ায় সাধারণের মধ্যে জনপ্রিয়তাও তৈরি হয়। কয়েকটি ক্ষেত্রে সাম্প্রদায়িক দাঙ্গায় অভিযুক্ত হলেও সংগঠনের নেতারা সেই অভিযোগ মানতে চাননি।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় ওই সংগঠনের শাখা রয়েছে। উত্তরপ্রদেশ জয়ে সেই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে দাবি বিজেপি নেতাদের। উত্তরপ্রদেশ জয়ের পরে যোগীকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেও আন্দোলন করেছিলেন এই সংগঠনের সদস্যরা। এ বার নজর দেওয়া হয়েছে বিহার ও পশ্চিমবঙ্গের দিকে। প্রধানত, মুসলিম প্রধান এলাকায় হিন্দু ভোটকে একত্রিত করার কাজে সক্রিয় আদিত্যনাথের এই সংগঠন।

পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া বিহারের জেলাগুলিতে এ বার এই সংগঠন ছড়িয়ে দিতে চাইছেন যোগী আদিত্যনাথের অনুগামীরা। এমনিতেই বিহারের মুসলিম প্রধান এই চার জেলায় বিজেপির সংগঠন খুব শক্তিশালী নয়। সেখানে যোগীর সংগঠন বিস্তার শুরু হলে রাজনৈতিক লাভ হবে বলে মনে করছেন স্থানীয় বিজেপি নেতারা। জুনে যোগী আদিত্যনাথ নিজে আসবেন বলেও জানাচ্ছেন যোগী-অনুগামী সিকন্দর সিংহ।

আরও পড়ুন- গোলাপের তোড়া হাতে যোগীর কাছে মুলায়মের পুত্রবধূ! জোর জল্পনা শুরু

অন্য বিষয়গুলি:

UP Bihar Adityanath
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE