তল্লাশি অভিযান জারি। ছবি: এএনআই।
ভারতে পা রেখেছে জঙ্গি সংগঠন হরকত-উল-হার্ব-ই-ইসলাম। পশ্চিম এশিয়ার কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস-এর নয়া শাখা সংগঠন সেটি। খাস রাজধানীতে ঘাঁটি গেড়েছে তারা। পড়শি রাজ্য উত্তরপ্রদেশেও প্রবেশ করেছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এখনও পর্যন্ত ১০ জনকে আটক করেছে তারা।
বুধবার ভোর থেকে দিল্লি ও উত্তরপ্রদেশের মোট ১৬টি জায়গায় যৌথভাবে হানা দেয় এনআইএ, উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা ও দিল্লি পুলিশের বিশেষ সেল। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। তবে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি গোয়েন্দারা।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে ইতিমধ্যেই তল্লাশি অভিযানের ছবি সামনে এসেছে। তাতে উত্তরপ্রদেশের আমরোহার রাস্তায় পুলিশ মোতায়েন থাকতে দেখা গিয়েছে। কী ঘটছে তা দেখতে হাজির হয়েছেন কাতারে কাতারে মানুষ।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা মহিলাকে দেওয়া হল এইচআইভি সংক্রমিত রক্ত, অনিশ্চিত গর্ভের শিশুর ভবিষ্যৎ
আরও পড়ুন: ভয়াল ভূমিকম্পের ভয় নিয়ে দাঁড়িয়ে পার্ক স্ট্রিট, সল্টলেক, রাজারহাট... বলছে আইআইটি’র রিপোর্ট
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy