Advertisement
০৬ নভেম্বর ২০২৪

‘বিরোধী দলের নেতা তো মিথ্যা বলার কল’ রাফাল নিয়ে রাহুলকে পাল্টা খোঁচা মোদীর

বিজেপি প্রচার করছে, রাফালের দাম নিয়ে রাহুল এক-এক সভায় এক-এক হিসেব দেন।

রাফাল নিয়ে রাহুলের অভিযোগ মোকাবিলার দাওয়াই দিলেন নরেন্দ্র মোদী।—ফাইল চিত্র।

রাফাল নিয়ে রাহুলের অভিযোগ মোকাবিলার দাওয়াই দিলেন নরেন্দ্র মোদী।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ০৪:২০
Share: Save:

রাহুল আর রাফাল বড় চাপ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর কাছে। রাফাল বা রাহুল গাঁধীর নাম নিতে পারছেন না, কিন্তু ঘুরপথে জবাব দিতেই হচ্ছে। আজও সেটিই করতে হল প্রধানমন্ত্রীকে। এ দিন ফের দিল্লি থেকে ভোটমুখী রাজ্যগুলিতে দলের কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করলেন মোদী। সেখানে রাফাল নিয়ে রাহুলের অভিযোগ মোকাবিলার দাওয়াই দিলেন তিনি।

বিজেপি প্রচার করছে, রাফালের দাম নিয়ে রাহুল এক-এক সভায় এক-এক হিসেব দেন। আজ পরোক্ষে সে কথা টেনেই মোদী বলেন, ‘‘সকাল থেকে সন্ধে আট রকম হিসেব দেন, বিরোধী দলের নেতা তো মিথ্যা বলার কল। একে-৪৭ থেকে ‘ঠাঁই ঠাঁই’ করে মিথ্যা ছুড়ে চলেছেন।’’

সদ্যই বলেছিলেন রাফাল নিয়ে দলের যে কেউ যেন আলটপকা মন্তব্য না করেন। কার্যত মুখই না খোলেন এ নিয়ে। কিন্তু ভোটের বাজারে দলের কর্মী ও ছোটখাটো নেতারা মানুষের প্রশ্নের মুখে কী বলবেন? তারই দাওয়াই আজ বাতলে দিয়েছেন মোদী। সেটি হল, তথ্য হাতে নিয়ে মানুষকে বোঝাতে হবে। শোনাতে হবে সরকারের ভাল কাজের কথা। সব তথ্য মিলবে ‘নমো’ অ্যাপে। মোদীর কথায়, ‘‘নমো অ্যাপ ডাউনলোড করলে প্রধানমন্ত্রী আপনার পকেটে থাকবেন। সঙ্গে মিলবে সব তথ্যও।’’

মোদীর দাবি, ‘‘দেশের গরিবদের জন্য বিরোধীরা আর ভাবে না। শুধু নিজের ছেলেকে প্রতিষ্ঠা করার ভাবনা। ১০০টি লোকের সঙ্গে কথা বললেই টের পাবেন, ৯০ জনই এই মিথ্যা প্রচার সমর্থন করেন না।’’

আরও পড়ুন: রাফালে ‘ঘুষ’! ফাঁস করলেন রাহুল

রাফাল আর রাহুল নিয়ে মোদীর এই ‘অসহায়তা’ দেখে মুচকি হাসছে কংগ্রেস। এআইসিসি-তে বসে এক নেতা বললেন, ‘‘ভয় পাচ্ছেন মোদী। রাহুল আর রাফাল— দু’টো নিয়েই। তাই সরাসরি নাম না নিয়ে ঘুরপথে প্রতি বার কর্মীদের মিথ্যা বুলি দিয়ে চাঙ্গা করতে চাইছেন।’’ কংগ্রেসের এক নেতার কটাক্ষ, নমো অ্যাপে কি মানুষের সব প্রশ্নের জবাব পাবেন বিজেপি কর্মীরা? রাফালের দাম আছে কি ওতে? ফ্রান্সের সংস্থা দাসোর বার্ষিক হিসেবেই রাফালের দাম বলা আছে। মোদী ঢাকঢাক-গুড়গুড় করে যাচ্ছেন। এমন কটাক্ষ মোকাবিলায় মোদীর আর এক অস্ত্র ‘মন কি বাত’। মোদী জানান, চার দিকে এত নেতিবাচক প্রচারের জন্যই ওই রেডিয়ো অনুষ্ঠানে ইতিবাচক ঘটনা মেলে ধরেন তিনি। আগামী মাসে যার পঞ্চাশতম পর্ব সম্প্রচার হবে। মোদীর ‘মন কি বাত’-ও তুলে ধরতে হবে প্রচারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE