মমতা বন্দ্যোপাধ্যায় (বাঁ দিকে) ও সুষমা স্বরাজ। —ফাইল চিত্র
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঠাসিয়ে গণতন্ত্রের থাপ্পড়’ মন্তব্যের জেরে বেজায় চটেছেন সুষমা স্বরাজ। এর পরিণাম ভাল হবে না বলে কার্যত মমতাকে হুঁশিয়ারি দিয়েছেন বিদেশমন্ত্রী। সাবধান করে দিয়েছেন, ভবিষ্যতে প্রশাসনিক বৈঠকের জন্য যখন দু’জনের সাক্ষাৎ হবে, তখন যেন লজ্জায় না পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা ‘সব সীমা লঙ্ঘন করেছেন’ বলেও মন্তব্য সুষমার। তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সুষমার মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন তেজস্বী যাদব। রাজীব গাঁধী সম্পর্কে মোদীর করা ‘ভ্রষ্টাচারী’ মন্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন আরএলডি নেতা লালুপুত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রাজ্যে প্রচারে এসে বারবারই তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন। সেই অভিযোগের জবাবেই মঙ্গলবার পুরুলিয়ার সাঁতুড়ির সভায় মমতা বলেন, ‘‘মোদীবাবুরা যখন বাংলায় এসে বলেন তৃণমূল তোলাবাজ, মনে হয় ঠাসিয়ে একটা গণতন্ত্রের থাপ্পড় দিই। নোট বাতিল করে মানুষের টাকা নিজেদের পকেটে কারা ঢুকিয়েছে? কারা তোলাবাজি করে?’’
মমতার এই মন্তব্যের প্রতিবাদেই টুইটারে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সুষমা স্বরাজ। তিনি লিখেছেন, ‘‘মমতাজি, আপনি আজ সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, মোদীজি দেশের প্রধানমন্ত্রী। আগামী দিনে তাঁর সঙ্গে আপনার কথা বলতেই হবে। এই জন্যই আপনাকে উর্দু কবি বশির বদরের কয়েকটি পংক্তি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই।’’ এর পর ওই লাইনগুলিও উদ্ধৃত করেছেন সুষমা— ‘‘আপনি যত খুশি রেগে যেতে পারেন, কিন্তু আমি আপনাকে শুধু একটাই অনুরোধ করব, পরে কোনওদিন যদি আমরা কখনও বন্ধু হই, তাহলে সে দিন যেন লজ্জা পাবেন না।’’
ममता जी - आज आपने सारी हदें पार कर दीं. आप प्रदेश की मुख्यमंत्री हैं और मोदी जी देश के प्रधान मंत्री हैं. कल आपको उन्हीं से बात करनी है. इसलिए बशीर बद्र का एक शेर याद दिला रही हूँ :
— Sushma Swaraj (@SushmaSwaraj) May 7, 2019
दुश्मनी जम कर करो लेकिन ये गुंजाइश रहे,
जब कभी हम दोस्त हो जाएँ तो शर्मिंदा न हों.
প্রধানমন্ত্রী মোদী এর আগে রাজীব গাঁধীকে ‘ভ্রষ্টাচারী নম্বর ওয়ান’ বলে আক্রমণ করেছেন। সুষমার টুইটের পরই সেই প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ করেছেন তেজস্বী যাদব। সুষমাকে তাঁর কটাক্ষ, ‘‘আশা করি আপনি মোদীর (রাজীব গাঁধী সম্পর্কে) বিলো দ্য বেল্ট (ভ্রষ্টাচারী) মন্তব্য শুনেছেন। আপনি ওঁর (মোদী) চেয়ে বড়, জ্ঞানী এবং অভিজ্ঞ। এই সত্যিটা জানা সত্ত্বেও আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন।’’
आदरणीय सुषमा जी, कभी माननीय प्रधानमंत्री जी की बदज़ुबानी पर ट्वीट करिए। उम्मीद करता हूँ आप उनकी सभी Below the belt बातों को सुन और देख रही होंगी। आप उनसे कहीं अधिक वरिष्ठ, ज्ञानी, व्यवहारिक और अनुभवी है फिर भी सब सच्चाई जानते हुए चुप है और उल्टा @MamataOfficial जी को बोल रही है। https://t.co/peBB1JwN1m
— Tejashwi Yadav (@yadavtejashwi) May 7, 2019
মোদী যখন রাজীব গাঁধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, তখন প্রায় সব বিরোধী দলের নেতা-নেত্রীরা তার সমালোচনা করেছেন। কিন্তু বিজেপির কারও মুখেই সেই মন্তব্যের নিন্দা করা দূরে থাক বরং মৌন থেক সমর্থন করে গিয়েছেন। অমিত শাহ আবার পশ্চিমবঙ্গে এসে সরাসরি সমর্থন করেছেন মোদীর ওই মন্তব্য। এখানেই তেজস্বীর মতোই রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশের প্রশ্ন, মোদীর মন্তব্য নিয়ে টুঁ শব্দ করলেন না সুষমা, এখন মমতার মন্তব্য নিয়ে কেন এই হুমকির সুর সুষমার গলায়।
আরও পডু়ন: প্রধানমন্ত্রী কে হবেন? কুশলী জবাব রাহুলের
আরও পড়ুন: কংগ্রেসের পরে তৃণমূলও, চ্যালেঞ্জ ছুড়তে সেই গেরুয়া ময়দানেই পা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এ রাজ্যে ভোট প্রচারে এসে প্রায় প্রতিবারই তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন। মঙ্গলবারও অমিত বলেন, ‘‘এ রাজ্যে সমস্ত কাজের জন্যই সিন্ডিকেটকে তোলা দিতে হয়। কিন্তু সেই তোলার টাকাও এখন গুন্ডাদের হাতে পৌঁছয় না। সোজা চলে যায় ভাইপোর কাছে। ভাইপো সেই টাকা বিদেশে পাঠিয়ে দেন।’’ তার জবাবেই মমতা ‘গণতন্ত্রের থাপ্পড়’ মারার কথা বলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy