ট্রেনের কামরায় এই কাপেই চা পরিবেশন করা হয় বলে অভিযোগ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
টিকিটের পর এ বার চায়ের কাপ। ফের বিতর্কে জড়াল ভারতীয় রেল।
ট্রেনের কামরায় যাত্রীদের ‘ম্যায় ভি চৌকিদার’ লেখা কাগজের কাপে চা পরিবেশনের অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। কাঠগুদাম শতাব্দি এক্সপ্রেসের কিছু যাত্রী সম্প্রতি বিষয়টি সামনে এনেছেন। সোশ্যাল মিডিয়ায় ওই কাপের ছবি পোস্ট করা হয়েছে। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। ট্রেনের কামরায় এ ভাবে কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার চালানো যায় কিনা প্রশ্ন উঠেছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সঙ্কল্প নামের একটি সংগঠনের তরফে চায়ের কাপে ওই বিজ্ঞাপন ছাপা হয়। কিন্তু রেল কর্তৃপক্ষের নজর এড়িয়ে তা ট্রেনের কামরায় পৌঁছল কীভাবে, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন নেটিজেনদের। বিষয়টি চাউর হতেই যদিও বিবৃতি দেয় রেল কর্তৃপক্ষ। তাতে বলা হয়, ওই কাপগুলি তুলে নেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে কন্ট্র্যাক্টরকে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে রেলের এক মুখপাত্র জানান, পরিষেবা প্রদানকারী ওই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শোকজ নোটিসও ধরানো হয়েছে তাঁকে।
Does it fall under violation of code of conduct @SpokespersonECI ? Government services being used for BJP election campaign. BJP slogan printed on cups for serving tea in shatabdi express. 12040 Kathgodam Shatabdi. pic.twitter.com/0XrOKcCTNz
— Navin Kumar (@navinjournalist) March 29, 2019
এই ধরনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: পাক প্রতিনিধি দলে খালিস্তানি নেতা, ভারতের আপত্তিতে করতারপুর বৈঠক স্থগিত
এর আগেও টিকিটে নকরেন্দ্র মোদীর ছবি ছেপে সমালোচনার মুখে পড়েছিল কর্তৃপক্ষ। সে বার অসাবধনায় অনিচ্ছাকৃত ভুল হয়ে গিয়েছে বলে দায় ঝেড়ে ফেলেছিল তারা।
(কী বললেন প্রধানমন্ত্রী, কী বলছে সংসদ- দেশের রাজধানীর খবর, রাজনীতির খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy