সুপ্রিম কোর্ট। -ফাইল চিত্র।
নিরাপত্তার কারণে কাঠুয়া মামলার শুনানি জম্মু থেকে পঞ্জাবের পঠানকোট আদালতে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট।
কাঠুয়ায় গণধর্ষিতার পরিবারের তরফে জানানো আর্জির প্রেক্ষিতে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে। বলেছে, ‘‘ভয় আর সুষ্ঠু বিচার একই সঙ্গে চলতে পারে না।’’
তবে জম্মু-কাশ্মীরে যে রণবীর দণ্ডবিধি (রণবীর পেনাল কোড) চালু রয়েছে, কাঠুয়া মামলার শুনানি হবে তা মেনেই, জানিয়েছে সুপ্রিম কোর্ট।
ওই মামলার শুনানির ওপর নজর রাখবে শীর্ষ আদালত। এও জানিয়েছে, ফাস্ট ট্র্যাক আদালতে রোজ ওই মামলার শুনানি হবে। আর সংবাদমাধ্যম ও আমজনতাকে সেই শুনানির খুঁটিনাটি জানানো হবে না।
শীর্ষ আদালত এও জানিয়ে দিয়েছে, কাঠুয়া কাণ্ডের সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই।
জম্মু আদালতে কাঠুয়ায় গণধর্ষণের ঘটনার চার্জশিট পেশের সময় আইনজীবীদের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল ধর্ষিতার তরফের আইনজীবীকে। শুধু তাই নয়, অভিযুক্তদের সমর্থনে বিক্ষোভ সমাবেশও হয় জম্মুতে।
সে সবের প্রেক্ষিতে আইনজীবী ও তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কায় ওই মামলা জম্মু আদালত থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছিল ধর্ষিতার পরিবার।
জম্মু আদালতের আইনজীবীরাই ওই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। একই আর্জি জানিয়েছিল কাঠুয়া কাণ্ডের অভিযুক্তরা জম্মু আদালতে। শীর্ষ আদালত এ দিন সেই দাবিও খারিজ করে দিয়েছে।
প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছেন, ‘‘যেহেতু আমরা (সুপ্রিম কোর্ট) ওই মামলার শুনানির ওপর নজর রাখব, তাই এ ব্যাপারে আর কোনও আদালতের জড়িত থাকার প্রয়োজন নেই।’’
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ বলেছেন, ‘‘নিরাপত্তাটাই বড় কথা। আমরা (পঞ্জাব সরকার) পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy