মন্দিরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এনসিপি-এর এক প্রাক্তন সদস্য সদানন্দ ওরফে পাপ্পু ল্যাদ। পাপ্পু একজন চলচ্চিত্র প্রযোজকও ছিলেন। বুধবার দক্ষিণ মুম্বইয়ের গ্রান্ট রোডের একটি মন্দিরের ভিতর থেকে ৫১ বছরের পাপ্পুর দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে পাপ্পু আত্মহত্যার জন্য এক প্রোমোটারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বেশ কিছুদিন ধরে ওই প্রোমোটার তাঁকে অপদস্থ করছিলেন বলেও অভিযোগ করেছেন ওই প্রযোজক।
বুধবার সকালে এমএস আলি রোডে একটি গণেশ মন্দিরের ভিতর থেকে পাপ্পুর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরই ওই প্রোমোটারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন তাঁর ছেলে অঙ্কুর। অভিযোগের ভিত্তিতে প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দক্ষিণ মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: ভোট মরসুমে কোনও সুযোগই হাতছাড়া করছেন না! উদ্বোধনের টানে দেশ জুড়ে দৌড় মোদীর
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে বিতর্ক তুঙ্গে
পাপ্পু এলজি প্রযোজক সংস্থার অধিনে বেশ কয়েকটি মরাঠি ছবির প্রযোজনা করেছেন। তবে, মন্দিরে গিয়ে কেন তিনি আত্মহত্যা করলেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এমনকি, বিষয়টি কী ভাবে সকলে নজর এড়িয়ে গেল তাও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে।
(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy