Advertisement
০৬ নভেম্বর ২০২৪
National News

ভয় পেয়ে কুকুরকে ঢিল মারার ‘শাস্তি’, পথচারীকে গুলি করে মারল পোষ্যের মালিক!

ঢিল ছোড়া দেখেই পোষ্যের মালিক মেহতাব চটে যান। আফাকের সঙ্গে শুরু হয় তর্ক -বিতর্ক। তার মধ্যেই ঘরে ঢুকে একটি আগ্নেয়াস্ত্র বের করে আনে অভিযুক্ত মেহতাব। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই আফাককে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় মেহতাব। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আফাক।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১১:০০
Share: Save:

‘অপরাধ’ ভয় পেয়ে পোষা কুকরকে ঢিল ছোড়া। আর তার ‘শাস্তি’ হিসেবে যুবককে গুলি করে খুন পোষ্যের মালিক। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম কলোনি এলাকায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওয়েলকাম কলোনির রাস্তা দিয়ে যাচ্ছিলেন বছর তিরিশের যুবক আফাক। রাস্তার ধারেই ছিল স্থানীয় বাসিন্দা মেহতাবের একটি পোষা কুকুর। আফাক কুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর দিকে তেড়ে কামড়াতে আসে কুকুরটি। প্রচণ্ড জোরে ডাকতে শুরু করে। ভয় পেয়ে কুকুরের দিকে রাস্তায় পড়ে থাকা ইট-পাথরের কয়েকটি টুকরো ছুড়ে দেন আফাক।

ঢিল ছোড়া দেখেই পোষ্যের মালিক মেহতাব চটে যান। আফাকের সঙ্গে শুরু হয় তর্ক -বিতর্ক। তার মধ্যেই ঘরে ঢুকে একটি আগ্নেয়াস্ত্র বের করে আনে অভিযুক্ত মেহতাব। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই আফাককে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় মেহতাব। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আফাক।

আরও পড়ুন: মমতার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দূরদূরান্তেও নেই: ডিগবাজি দিলীপ ঘোষের

আরও পড়ুন: বালিগঞ্জে বিয়ের ১৪ বছরে ধর্ষণের অভিযোগে রহস্যের গন্ধ

গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত মেহতাব। গুলি চালানোর শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই আশঙ্কাজনক অবস্থায় আফাককে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগ দায়ের করে মামলা রুজু হয়েছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

অন্য বিষয়গুলি:

Delhi Shot Dead
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE