Advertisement
০৯ নভেম্বর ২০২৪
hilsa

এই বর্ষায় জমিয়ে খান ইলিশ মালাইকারি

দুপুর হোক বা রাত, গরম ভাতের সঙ্গে জমে যাবে এই পদ।

জিভে জল আনা ইলিশ মালাইকারি।

জিভে জল আনা ইলিশ মালাইকারি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ১৪:৪৫
Share: Save:

এই বর্ষায় ইলিশ ছুঁলে যতই ছেঁকা লাগুক, ইলিশ বিনা কি বাঙালির মন মজে? তাই বর্ষায় গৃহস্থের মন ভরাতে পাত ভরুক ইলিশের নানা পদে। আর তা যদি হয় ইলিশের মালাইকারির মতো পদ, তা হলে তো কথাই নেই! দুপুর হোক বা রাত, গরম ভাতের সঙ্গে জমে যাবে এই পদ।

দেখে নিন ইলিশ মালাইকারি বানানোর পদ্ধতি।

উপকরণ

ইলিশ (চার টুকরো)

সাদা তেল: পরিমাণমতো

তিল বাটা: ১ চা চামচ

কাজুবাদাম বাটা: ১ চা চামচ

পোস্ত বাটা: ২ চামচ

আদা বাটা: আধ চা চামচ

কাঁচালঙ্কা বাটা: স্বাদ অনুযায়ী

কিসমিস বাটা: ১ চা চামচ

শুকনো লঙ্কা: দু’টি

টক দই: আধ কাপ

সাদা সর্ষে বাটা: ২ চামচ

ফ্রেশ ক্রিম: ১ চামচ

নুন: স্বাদমতো

মিষ্টি: স্বাদমতো

ঘি: ৪ চা চামচ

হলুদ: এক চিমটে

নারকেল বাটা: ২ টেবিল চামচ

গোটা গরম মশলা: ফোড়ন অনুপাতে

দুধ: আধ কাপ

আরও পড়ুন: ধাপে ধাপে চুনো মাছের চচ্চড়ি রেসিপি

প্রণালী: নুন-হলুদ মাখিয়ে সাদা তেলে হালকা নেড়ে নিন ইলিশ মাছ। এ বার তেলে গরম মশলা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিন। এর পর তেলে পোস্তবাটা, কাজু-কিসমিস বাটা, তিল বাটা ও নারকেল বাটা দিন একসঙ্গে। মিশ্রণটি কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। এর পর এতে সামান্য আদা বাটা ও কাঁচালঙ্কা মিশিয়ে ভাল করে কষুন। স্বাদ অনুযায়ী নুন-মিষ্টি দিন। কিছু ক্ষণ কষার পর ঘন হয়ে এলে তাতে দই দই মেশান। একটু নেড়ে জলের বদলে দিন দুধ। মাখা মাখা হয়ে এলে অল্প জল দিয়ে ফুটতে দিন। মোটামুটি ৫-৭ মিনিট ফুটলেই তৈরি গ্রেভি। এ বার ফুটতে থাকা গ্রেভিতে মাছ যোগ করুন। সাদা গ্রেভি মাছের মধ্যে ঢুকে এলে উপর থেকে ফ্রেশ ক্রিম ও কুচনো নারকেল ছড়ান। নামানোর আগে ঘি ছড়িয়ে নামিয়ে নিন। তা হলেই তেরি আপনার মালাই ইলিশ। পরিবেশনের আগে শুকনো লঙ্কা সাজিয়ে দিতে পারেন পদটির উপর।

আরও পড়ুন: মাংস না কি এঁচোড়?

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE