ছবি : সংগৃহীত।
হঠাৎ জানতে পেরেছেন, কোনও অনুষ্ঠানে যেতে হবে। অথচ ব্যাগে কাজল ছাড়া মেকআপের আর কিচ্ছুটি নেই। রূপটান শিল্পীরা বলছেন, চিন্তায় পড়ার কিছু নেই, একা কাজলই করে দিতে পারে গোটা মেকআপ বক্সের কাজ।
১। যে কোনও মেকআপেই ভ্রু সবচেয়ে জরুরি। কারণ ভ্রুই মুখের গড়ন বদলে দেয়। তাই প্রথমেই ভ্রুতে কাজলের সরু সরু রেখা টেনে সুন্দর করে এঁকে ফেলুন।
২। চোখের ওয়াটার লাইনে ঘন করে কাজল লাগান। যাতে পরে ঘেঁটে না যায়, তাই আগেই আগুলে করে ঘষে মিশিয়ে নিন।
৩। কাজল দিয়েই চোখের উপরের পাতাতেও টানুন গাঢ় রেখা। এ বার আঙুলের সাহায্যেই কাজল ঘষে আনুন স্মোকি আইজ় এফেক্ট। প্রয়োজন মতো কাজল ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন খুব বেশি না হয়ে যায়।
৪। ত্বক তৈলাক্ত হলে সামান্য পাউডার দিতে পারেন চোখের উপরে। তার উপরে প্রয়োজনে আরও একবার কাজল ঘষে নিন। তাতে মেকআপ স্থায়ী হবে বেশি ক্ষণ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy