Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Richa Chadha

ব্যবহার করা জিনিসেই বড় হচ্ছে রিচা চড্ডা আর আলি ফজ়লের কন্যা! কে জুগিয়েছেন জরুরি সামগ্রী?

রিচা বলেছেন, ‘‘আমার মা হওয়ার কোনও ইচ্ছা ছিল না। যে ভাবে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, আর আমরাই যে ভাবে ক্রমাগত পৃথিবীকে দূষিত করে চলেছি, তাতে সেই পৃথিবীতে সন্তান আনার ইচ্ছে ছিল না আমার।’’

আলি ফজ়ল (বাঁ দিকে) এবং রিচা চড্ডা।

আলি ফজ়ল (বাঁ দিকে) এবং রিচা চড্ডা। ছবি : সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২০:০৯
Share: Save:

বাবা-মা দু’জনেই বলিউডের তারকা অভিনেতা অভিনেত্রী। কিন্তু সদ্যোজাত কন্যার স্বাচ্ছন্দের জিনিসপত্রের জন্য অর্থের বন্যা বইয়ে দেননি। বরং নতুন মা-বাবা রিচা চড্ডা এবং আলি ফজ়ল মেয়েকে বড় করছেন অন্যের ব্যবহার করা জিনিসপত্র দিয়ে। এক সাক্ষাৎকারে সম্প্রতি সে কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

একটি ফ্যাশনপত্রিকা রিচা এবং আলির কন্যা জুনেইরার সঙ্গে তাঁদের ছবি প্রকাশ করেছে। মা হওয়া নিয়ে অভিনেত্রীর সাক্ষাৎকারও নিয়েছে তারা। সেই সাক্ষাৎকারেই রিচা বলেছেন, ‘‘আমার মা হওয়ার কোনও ইচ্ছা ছিল না। যে ভাবে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, আর আমরাই যে ভাবে ক্রমাগত পৃথিবীকে দূষিত করে চলেছি, তাতে সেই পৃথিবীতে সন্তান আনার ইচ্ছে ছিল না আমার। তাই জুনেইরাকে বড় করে তোলার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছি। চেষ্টা করেছি পৃথিবীর জঞ্জাল যেন না বাড়ে।’’

রিচা জানিয়েছেন, তিনি এবং আলি দু’জনেই মেয়ের যত্ন আত্তির জিনিসপত্রে কোনও এক বার ব্যবহারের প্লাস্টিকের সামগ্রী রাখেননি। কারণ ওই ধরনের প্লাস্টিকই পৃথিবীর প্লাস্টিক দূষণের অন্যতম কারণ। এ ছাড়াও তাঁরা মেয়েকে বড় করার জন্য পুনর্বব্যহার্য জিনিসপত্রও ব্যবহার করেছেন। সাক্ষাৎকারে রিচা বলেছেন, ‘‘মেয়ের জন্য আমি এমন অনেক জিনিসই ব্যবহার করেছি যা আমার বন্ধু দিয়া মির্জা তাঁর মা হওয়ার সময়ে ব্যবহার করেছিলেন।’’

বলিউড অভিনেত্রী দিয়া দীর্ঘদিন ধরেই পরিবেশ রক্ষার বিষয়ে কথা বলে আসছেন। প্লাস্টিকজাত পন্যের ব্যবহার কমানো এবং পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহারের প্রচার করেন দিয়া। রিচা জানিয়েছেন, দিয়া যা মুখে বলেন বা প্রচার করেন, নিজের জীবনেও তা অক্ষরে অক্ষরে মেনে চলেন। আর তাই নির্দ্বিধায় দিয়ার ব্যবহার করা জিনিসপত্র নিজের মেয়ের জন্য নিয়েছেন তিনি।

অন্য বিষয়গুলি:

Richa Chadha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE