Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Hair Styling with Straightener

সালোঁয় না গিয়ে সোজা চুলে হালকা ঢেউ খেলাতে চান? স্ট্রেটনার দিয়েই অসাধ্য সাধন সম্ভব

বন্ধুর বৌভাতে আপনার চুলের সাজ যেন অম্বানী বাড়ির অতিথিদের টেক্কা দিতে পারে। কিন্তু, মাসের মাঝখানে সালোঁয় যেতে পারবেন না! তা হলে উপায়?

Step by step guide to make soft waves with a straightener

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১৮:৫৩
Share: Save:

অনন্ত-রাধিকার বিয়েতে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। কলকাতার থেকেও অনেকে আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু, আপনার ডাক পড়েছে বন্ধুর বৌভাতে যাওয়ার। অনন্তের বিয়েতে যেতে পারছেন না, তাতে কী? বন্ধুর বৌভাতে আপনার চুলের সাজ যেন অম্বানী বাড়ির অতিথিদের টেক্কা দিতে পারে। কিন্তু, মাসের মাঝখানে সালোঁয় যেতে পারছেন না! তা হলে উপায়? বাড়িতে হেয়ার স্ট্রেটনার আছে তো? ওই যন্ত্রটি দিয়েই কাজ হবে।

স্ট্রেটনার দিয়ে চুলে ঢেউ খেলাবেন কী করে?

১) প্রথমে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল ভাল করে আঁচড়ে নিন। অল্প অল্প করে ভাগ করে রাখুন। স্ট্রেটনার ব্যবহার করার আগে ‘হিট প্রোটেকশন স্প্রে’ মেখে নিন।

২) এ বার ‘প্রিহিট’ করে রাখা স্ট্রেটনাার দিয়ে ভাগে ভাগে চুল নিয়ে যন্ত্রের মধ্যে দিয়ে বিশেষ কায়দায় টানতে হবে।

৩) মাথার ত্বক থেকে অন্তত ৩-৪ ইঞ্চি দূরে স্ট্রেটনার রাখুন। তলায় ঝুলতে থাকা অবশিষ্ট অংশটি ঘুরিয়ে যন্ত্রের গায়ে পাকিয়ে দিন।

৪) চুলসমেত যন্ত্রটি টেনে ধীরে ধীরে নীচের দিকে টানতে থাকুন। দীপিকা পাড়ুকোনের মতো হালকা ঢেউ খেলানো চুল পাবেন সহজেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hair Care Tips Hair Style Tips Hair Straightening
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE