সকালবেলা উঠে এক কাপ চা ছাড়া আলস্য কাটতেই চায় না। কাজের ফাঁকেও ক্লান্তি দূর করতে অনেকে চায়ের কাপে চুমুক দেন। তবে এক কাপ কালো চা শুধু শরীর চাঙ্গা করতেই সাহায্য করে না, বরং তা দিয়ে চুলের জেল্লাও বাড়িয়ে তোলা যায়।
চায়ের গুণে পাকা চুল কালো হবে?
কেশচর্চায় চায়ের ব্যবহার নতুন নয়। এর গুণও অনেক। কিন্তু অকালপক্ব চুল কি কালো চায়ের গুণে কালো হবে? বাজারচলতি চুল রং করার প্রসাধনী যেমন ১৫-৩০ মিনিটেই পাকা চুল রঙিন করে দিতে পারে, তেমনটা হয়তো পারবে না কালো চা। তবে চা-পাতায় থাকা ট্যানিন সাদা বা সাদা হতে বসা চুলের রঙে খানিক বদল আনতেই পারে। ট্যানিনের জন্য চুল কালচে হতে পারে।
আরও পড়ুন:
তবে শুধু চুল কালো করাই নয়, চা দিয়ে চুল ধুলে উপকার অনেক। চায়ে মেলে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা মাথার ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা ক্যাফিন রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ডিহাইড্রোটেস্টোস্টেরন নামে হরমোন অনেক সময় চুলে উঠে যাওয়ার নেপথ্যে কাজ করে। চায়ের ক্যাফিন এই হরমোনের মাত্রা বাড়তে দেয় না, যা পরোক্ষে চুল ঝরা রুখতে সাহায্য করে।
কিন্তু কালো চা কী ভাবে চুলে দেবেন? প্যাক হিসাবে ব্যবহার করবেন, না অন্য ভাবে? বলা হচ্ছে, চা দিয়ে চুল ধুলেই মিলবে কাঙ্ক্ষিত ফল । কী ভাবে, কোন উপাদানে সেই জল তৈরি করবেন?
কালো চা
উপকরণ: ২ কাপ গরম জলে ৪-৬টি টি-ব্যাগ ফেলে দিন, অথবা ২ চা চামচ গুঁড়ো চা। মিনিট দশেক চাপা দিয়ে রেখে জলটি ছেঁকে নিন।
ব্যবহারবিধি: শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন। তোয়ালে দিয়ে জল মুছে চায়ের জল মাথায় দিন। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন।
রোজ়মেরি ও কালো চা
উপকরণ: ৩-৪টি টি ব্যাগ, ২ কাপ ফুটন্ত জল, একটু রোজ়মেরি
গরম জলে রোজ়মেরি এবং চা-পাতা ৩০ মিনিট ভিজিয়ে, জল ছেঁকে নিন।
ব্যবহারবিধি: শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন। তোয়ালে দিয়ে জল মুছে চায়ের জল মাথায় দিন। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন।
অ্যাপেল সাইডার ভিনিগার এবং চা
উপকরণ: ৪টি টি-ব্যাগ, ২ কাপ ফুটন্ত জল, ২ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার।
গরম জলে চায়ের ব্যাগ ভিজিয়ে রাখুন অন্তত ৩০ মিনিট। জল ঠান্ডা হলে ছেঁকে নিন। যোগ করুন অ্যাপেল সাইডার ভিনিগার।
ব্যবহারবিধি: শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন। তোয়ালে দিয়ে জল মুছে চায়ের জল মাথায় দিন। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন।
তবে চায়ের জল বা রোজ়মেরি কিংবা অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহারের আগে ‘প্যাচ টেস্ট’ করিয়ে দেখে নেওয়া দরকার কোনও উপকরণে অ্যালার্জি রয়েছে কি না। মাথায় কিন্তু গরম চায়ের জল দিলে চুল রুক্ষ হয়ে যেতে পারে। ঠান্ডা বা ঈষদুষ্ণ চায়ের জল ব্যবহার করা যেতে পারে।
সপ্তাহে এক বার চায়ের জলে চুল ধুলে পাকা চুলের সমস্যা কিছুটা হলেও এড়ানো সম্ভব।