Advertisement
০৬ নভেম্বর ২০২৪

আচ্ছে দিন এল, বললেন বানজারা

সাবরমতী সেন্ট্রাল জেলের বাইরে পা রেখেই তিনি বললেন, “আমার এবং গুজরাতের অন্য পুলিশ অফিসারদের আচ্ছে দিন (সুদিন) ফিরে এল।” ইশরাত জহান ও সোহরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় অভিযুক্ত গুজরাত পুলিশের বিতর্কিত অফিসার ডি জি বানজারা আজ জামিনে মুক্তি পেলেন।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৩৬
Share: Save:

সাবরমতী সেন্ট্রাল জেলের বাইরে পা রেখেই তিনি বললেন, “আমার এবং গুজরাতের অন্য পুলিশ অফিসারদের আচ্ছে দিন (সুদিন) ফিরে এল।” ইশরাত জহান ও সোহরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় অভিযুক্ত গুজরাত পুলিশের বিতর্কিত অফিসার ডি জি বানজারা আজ জামিনে মুক্তি পেলেন।

নিজের রাজ্য অর্থাৎ গুজরাতে ঢুকতে পারবেন না এবং বিদেশ যেতে পারবেন না, এই শর্তে এ মাসের গোড়াতেই ইশরাত জহান ভুয়ো সংঘর্ষ মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়েছিল। সোহরাবুদ্দিন হত্যা মামলায় গত বছরই জামিন পান তিনি। ওই দুই ঘটনা যথাক্রমে ২০০৪ এবং ২০০৫ সালের। ২০০৭-এর মার্চে ডিআইজি পদমর্যাদার ওই অফিসারকে গ্রেফতার করা হয়। কিন্তু প্রাক্তন আইপিএস অফিসার বানজারার দাবি, তাঁর এবং গুজরাতের অন্য পুলিশ অফিসারদের বিরুদ্ধে যে সব মামলা চলছে, সেগুলোই ভুয়ো।

কিন্তু গত বছরই পদত্যাগ করে দশ পাতার এক চিঠিতে বানজারা জানিয়েছিলেন, তাঁর অবস্থার জন্য দায়ী গুজরাতের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকী সেই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। আজ এ ব্যাপারে প্রশ্ন করা হলে বানজারা সাফ বলেন, “সেটা অন্য রকম সময় ছিল। অতীত নিয়ে আলোচনা করার মানে নেই। আমি বর্তমানে বাঁচি। কালকি বাত পুরানি হো গয়ি। ভারতে সেই সময়ে রাজনৈতিক অবস্থা যেমন ছিল, তার জন্যই যা হওয়ার হয়েছে। তাই কোনও দল বা ব্যক্তিকে দায়ী করছি না।”

তিনি যা করেছেন, তার জন্য তিনি অনুতপ্ত নন আজ এ কথাও বলেন বানজারা। বিতর্কিত সংঘর্ষের ঘটনাগুলো প্রত্যেকটিই আসল বলে মনে করেন তিনি। বানজারার মন্তব্য, “ওই সংঘর্ষগুলি ভুয়ো নয়। আমাদের কাজে ভুল হয়নি। তবে বিষয়গুলি এখনও বিচারাধীন। তাই আমি এর বেশি বলতে চাই না।”

অন্য বিষয়গুলি:

sohrabuddin fake encounter banjara gujarat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE