Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Girl child

পুত্রসন্তান চায় শ্বশুরবাড়ি, দাবি মেটাতে গিয়ে চরম পরিণতি মহিলার

পরিবারের হাতে মীরা এখাণ্ডের মৃতদেহ তুলে দেওয়া হয়েছে।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৫
Share: Save:

ছেলের আশায় পর পর সাতটা মেয়ে। তা সত্ত্বেও নিস্তার মিলল না। শ্বশুরবাড়ির বায়নাক্কার জেরে চরম মাসুল গুনতে হল এক মহিলাকে। দশম বার গর্ভবতী হয়ে আর ফেরা হল না তাঁর। মৃত সন্তান প্রসব করে নিজেও চলে গেলেন দুনিয়া ছেড়ে।

মুম্বই থেকে ৩৮০ কিলোমিটার দূরে বিড জেলার মজারগাঁও এলাকার ঘটনা। মৃত মহিলার নাম মীরা এখাণ্ডে। শনিবার স্থানীয় হাসপাতালে মৃত সন্তান প্রসব করেন তিনি। রক্তপাত বন্ধ না হওয়ায় পরে সেখানেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয় এক পুলিশ আধিকারিক জানান, ‘‘মজালগাঁওয়ে পানের দোকান চালাতেন মীরা। সাত-সাতটা মেয়ে রয়েছে তাঁর। যার মধ্যে এক মেয়ে মারাও যায়। তাও পুত্রসন্তানের জন্য চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ির লোকজন। মাঝখানে দু’-দু’বার গর্ভপাতও করান। তার পর শরীর ভেঙে পড়লেও একরকম বাধ্য হয়ে ফের গর্ভবতী হয়ে পড়েন। সেই সন্তান প্রসব করতে গিয়েই অতিরিক্ত রক্তপাতের জেরে মৃত্যু হয় তাঁর।’’

আরও পড়ুন: মালদহ থেকে সরে যাচ্ছে জাল নোটের করিডর, গোয়েন্দাদের নজর নতুন রুটে​

আরও পড়ুন: এ বার কৃষক মৃত্যুতে ২ লাখ, চাষেও সাহায্য, নতুন প্রকল্প ঘোষণা মমতার​

পরিবারের হাতে মীরা এখাণ্ডের মৃতদেহ তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আপাতত দুর্ঘটনাবশত মৃত্যুর রিপোর্ট দায়ের হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE