উদ্ধারকার্য চালাচ্ছেন জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী। ছবি: পিটিআই।
চার তলা একটি বহুতলের উপর ছ’তলা একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ল গ্রেটার নয়ডায়। মঙ্গলবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, চার তলা ওই বহুতলটিতে ১৮টি পরিবার বাস করত। রাত সাড় ৮টা নাগাদ গ্রেটার নয়ডার বিসরাখ থানার শাহবেরি গ্রামের ওই ছ’তলা বহুতলের একাংশ ভেঙে পড়ে পাশের ওই বহুতলের উপর। বেশ কিছু ক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় গাজিয়াবাদ থেকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া দল। উদ্ধারকার্যের জন্য দ্রুত জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থার কয়েক জন কর্মীকে আটক করেছে পুলিশ। যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের একজন মহিলা এবং দু’জন পুরুষ বলে এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: রাঁচীতে স্বামী অগ্নিবেশকে মারধর, পাথর, অভিযোগ বিজেপি-র দিকে
#WATCH: Dog squad has been deployed at the building collapse spot in Greater Noida's Shah Beri village. 4 NDRF teams are present. (earlier visuals) pic.twitter.com/yAxiXATHNB
— ANI UP (@ANINewsUP) July 18, 2018
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy