ছোটবেলার বান্ধবী রিনচেন ইয়াংজোমকে বিয়ে করেছেন থায়ে দোরজে।
ভালবাসাই পারে অসাধ্যসাধন করতে। বাহুবল, লোকবল, অর্থবল যা পারে না, তা অনায়াসে ভালবাসার দ্বারা সম্ভব হয়। সম্রাট অশোক যা উপলব্ধি করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর। আর এ যুগে ভালবাসার মাহাত্ম্য বুঝলেন তিব্বতি বৌদ্ধ ধর্মের প্রধান চারটি ঘরানার একটির প্রধান, ধর্মগুরু থায়ে দোরজে। সন্ন্যাসজীবন ছেড়ে বিয়ে করে সদ্য সংসারী হয়েছেন। হয়েছেন প্রাক্তন লামা। প্রাক্তন এই লামা দিন পাঁচেক আগে দিল্লিতে বিয়ে করেছেন তাঁর ছোটবেলার বান্ধবী রিনচেন ইয়াংজোমকে। রিনচেন ভুটানের মেয়ে। বয়স ৩৬ বছর। পড়াশোনা দিল্লি এবং ইউরোপে।
থায়ে দোরজে এবং রিনচেনের বিয়ের ফলে যেমন লামার দীর্ঘ সন্ন্যাসজীবনের অবসান হল, তেমনই তিব্বতি বৌদ্ধ ধর্মের একটি প্রধানপদ ‘কর্মপা লামা’ পদের অধিকারী নিয়ে দ্বন্দ্বেরও অবসান হল।
আরও পড়ুন: রক্তপাত বন্ধ হবে দেড় মিনিটে, সাড়া ফেললেন দুই ভারতীয় বিজ্ঞানী
তিব্বতি বৌদ্ধ ধর্মের প্রধান চারটি ঘরানার একটির প্রধান পদ হল কর্মপা লামা। এই পদ নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছে। একটি সম্প্রদায়ের দাবি, তাঁদের সন্ন্যাসী থায়ে দোরজে এই পদের অধিকারী। তাঁকে শৈশব থেকে কঠোর নিয়মানুবর্তিতায় বড় করা হয়েছে কর্মপা লামার পদের জন্যই। তাই থায়ে দোরজেই এই পদের সবচেয়ে উপযুক্ত।
আবার অন্য একটি সম্প্রদায় কর্ম কাগ্যর দাবি, তাঁদের সন্ন্যাসীই এই পদের উত্তরাধিকারী।
থায়ে দোরজের বিয়ের পর এই ‘কর্মাপা লামা’র পদ নিয়ে আর কোনও দন্দ্বই রইল না। এ বার ‘কর্ম কাগ্য’ সম্প্রদায়ের সন্ন্যাসীই হবেন ‘কর্মাপা লামা’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy