দীপক মিশ্র। ফাইল চিত্র।
এক ধাক্কা মেলানোর আগেই যেন আরও এক ধাক্কা। ইমপিচমেন্টের প্রস্তাব খারিজ হওয়ার পরেও স্বস্তি নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের। এবার শীর্ষ আদালতেরই দুই প্রবীণবিচারপতি চিঠি দিয়ে তাঁকে ‘ফুল কোর্ট’ বৈঠক ডাকার আর্জি জানালেন। সাধারণত, শীর্য আদালতে সমস্ত বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট বৈঠকে বিচার বিভাগের সমস্যা নিয়ে আলোচনা হয়ে থাকে। আইনি বিশেষজ্ঞদের একাংশের ধারণা, সিনিয়র বিচারপতিদের চিঠিতে হয়তো প্রধান বিচারপতির উপর চাপ আরও বাড়বে।
জানা গিয়েছে, কংগ্রেস-সহ বেশ কয়েকটাবিরোধীদল ইমপিচমেন্ট প্রস্তাব জমা দেওয়ার ঠিক দু’দিনের মাথায় অর্থাত্ গত রবিবার প্রধান বিচারপতি দীপক মিশ্রকে চিঠি দেন সুপ্রিম কোর্টেরই দুই সিনিয়র বিচারপতি। রঞ্জন গগৈ এবং মদন লকুর।গত জানুয়ারি মাসে সাংবাদিক সম্মেলন করে যে চার বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তাঁদের মধ্যে রঞ্জন গগৈ এবং মদন লকুর অন্যতম। প্রধান বিচারপতি বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্ট ঠিক ভাবে চলছে না। মামলা বন্টনের ক্ষেত্রেও এক তরফা ভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মনে করা হচ্ছে, নতুন করে চিঠি দিয়ে তাঁরা হয়ত বুঝিয়ে দিলেন যে, সমস্যাগুলো আগের মতোই রয়ে গিয়েছে।
আরও পড়ুন: মৃতেরও মর্যাদা আছে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
আরও পড়ুন: নীতি আয়োগ কর্তার কথায় চাপে বিজেপি
নিয়ম অনুযায়ী, জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আদালতের সমস্ত বিচারপতিদের বৈঠকে ডাকতেই পারেন প্রধান বিচারপতি।কিন্তু বিচার বিভাগের সাম্প্রতিক কাজিয়ায় পর প্রধান বিচারপতি কি সেই বৈঠক ডাকবেন? সংশয়টা থাকছেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy